বমি বমি ভাব দূর করার সহজ উপায়

বমি বমি ভাব যার হয় সে স্বাভাবিকভাবে অন্য কোনো কাজেই মনোযোগ দিতে পারে না। তবে ঘরোয়া কিছু উপায় মেনে চললে খুব দ্রুতই এই সমস্যা কেটে যায়।

লেবুবমি বমি ভাব হলে সেক্ষেত্রে কাজে লাগাতে পারেন লেবু। কারণ লেবুর রসে থাকা অ্যাসিড বমির উদ্রেক কমায়। সেজন্য প্রথমে নিতে হবে এক গ্লাস হালকা গরম পানি। এরপর তাতে মেশাতে হবে লেবুর রস ও এক চিমটি লবণ। এভাবে খেলে বমি বমি ভাব দূর হবে সহজেই। তবে খুব বেশি খাবেন না। তাতে সমস্যা উল্টো বেড়ে যেতে পারে।

আদাআমাদের শরীরের অনেক ধরনের অস্বস্তি বা সমস্যা দূর করতে কাজ করে আদা। এটি খেলে পাকস্থলীর নানা সমস্যা ও বমি বমি ভাব দূর হয় সহজেই। তাই যখন বমির উদ্রেক হবে, আদা কুচি বা আদার রস খেয়ে নিন। এক টুকরো আদা মুখে দিয়ে চিবুতে পারেন। এতে বমি বমি ভাব দূর হবে।

পুদিনা পাতার তেলবমি বমি ভাব দূর করার অন্যতম ঘরোয়া উপায় হলো পুদিনা পাতার তেল ব্যবহার করা। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে পুদিনা পাতার তেল বমি বমি ভাব কমায়। সেজন্য হাতের তালুতে কয়েক ফোঁটা তেল নিয়ে গন্ধ শুকতে থাকুন। এতে বমির সমস্যা অনেকটাই দূর হবে।

এলাচবমির সমস্যা দূর করার অন্যতম কার্যকরী উপাদান হলো এলাচ। যখনই এমন সমস্যা দেখা দেবে মুখে একটি এলাচ রেখে দিন। বিশেষজ্ঞদের মতে, এলাচে আছে বমি ভাব দূর করার কার্যকরী উপাদান।

কিছু মসলাবমি বমি ভাব দূর করার জন্য কিছু মসলা বিশেষভাবে কার্যকরী। যেমন মৌরি, দারুচিনি ও ভাজা জিরা খেলে বমির উদ্রেক দূর হয়। এসব মসলা দিয়ে চা তৈরি করে খেলেও মিলবে উপকার। তাই বমির উদ্রেক হলে বাড়িতে থাকা এই মসলাগুলো যেকোনোটি খেয়ে নিন বা মুখে দিয়ে রাখুন। এতে সমস্যা দূর হবে।

© Copyright 2024 - All Rights Reserved - by Jagobangla