জমজমাট এল ক্লাসিকোর সময় চূড়ান্ত
লা লিগার সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ মানেই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াই। যা লা লিগা ক্লাসিকো বা এল ক্লাসিকো নামে পরিচিত। মৌসুমের প্রথম ওই ক্লাসিকো মাঠে গড়াবে ১৬ অক্টোবর।
রিয়াল মাদ্রিদ তাদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চিরপ্রতিন্দন্দ্বী বার্সেলোনাকে স্বাগত জানাবে। লিগের নবম ওই ম্যাচ শুরু হবে স্থানীয় সময় ৪টা ১৫মিনিটে। বাংলাদেশ সময় অনুযায়ী যা রাত ৮টা ১৫ মিনিট।
ম্যাচটির সম্প্রচার স্বত্ত্ব নিয়েছে ‘ডিএজেডএন’। ম্যাচের দিন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি গুটি এবং সাবেক বার্সা তারকা ডেভিড ভিয়া উপস্থিত থাকবেন।
রিয়াল-বার্সার ওই ম্যাচ দিয়েই লিগে পয়েন্ট টেবিলে রাজত্ব থাকবে কাদের তা নির্ধারণ হতে পারে। লস ব্লাঙ্কোসরা মৌসুমে শুরুর ছয় ম্যাচেই জয় পেয়েছে। পয়েন্ট টেবিলে শীর্ষে আছে। মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠ থেকেও রদ্রিগো-ভালভার্দেরা জিতে ফিরেছেন।
অন্যদিকে বার্সেলোনা পয়েন্ট টেবিলে আছে দুইয়ে। জাভির দল লিগ মৌসুম ড্র দিয়ে শুরু করলেও পরের পাঁচ ম্যাচে বড় জয় পেয়েছে। এল ক্লাসিকোয় করিম বেনজেমা-লেভানডভস্কি, ভিনিসিয়াস-আনসু ফাতি, ভালভার্দে-রাফিনহা, মিলিতাও-গার্সিয়া লড়াইটা জমবে বলেই মনে হচ্ছে।