ঐশ্বরিয়ার কিছু মজার তথ্য!
ভারতের যে’কজন অভিনেত্রী আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি কুড়িয়েছেন, তাদের অন্যতম ঐশ্বরিয়া রাই বচ্চন। সৌন্দর্যে তিনি হয়েছেন বিশ্বসুন্দরী। এরপর সিনেমার পর্দায় এসে ছড়িয়েছেন অভিনয়ের দ্যুতি। যা তাকে এনে দিয়েছে জনপ্রিয়তা আর সম্মান। মঙ্গলবার (১ নভেম্বর) এই অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনটিতে তার সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নেওয়া যাক---
প্রথমবার ক্যামেরার সামনে
ঐশ্বরিয়া যখন নবম শ্রেণীর ছাত্রী, তখনই তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। ক্যামলিন পেন্সিলের জন্য একটি বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন তিনি। এরপর ২০ বছর বয়সে (১৯৯৩ সাল) তিনি স্পটলাইটে আসেন পেপসির বিজ্ঞাপন করে; যেখানে তার সঙ্গে ছিলেন আমির খান।
মিস ওয়ার্ল্ড হওয়ার আগেই জনপ্রিয়তা
ঐশ্বরিয়া রাই বিশ্বসুন্দরী বা ‘মিস ওয়ার্ল্ড’ হয়েছিলেন ১৯৯৪ সালে। অধিকাংশ মানুষ মনে করেন, এর সুবাদেই সিনেমায় সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু না, এর আগেই তিনি ভারতে পরিচিতি পেয়েছিলেন। সেটার নেপথ্যে ছিলো বিজ্ঞাপনে মডেলিং। এমনকি কয়েকটি সিনেমায়ও কাজের প্রস্তাব পেয়েছিলেন তিনি। নব্বই দশকের জনপ্রিয় সিনেমা ‘রাজা হিন্দুস্তানি’তে অভিনয়ের জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিলো। কিন্তু মিস ওয়ার্ল্ডে অংশ নেওয়ার জন্য তিনি সিনেমায় চুক্তিবদ্ধ হননি।
স্বপ্ন ছিলো চিকিৎসা সেবা ক্যারিয়ার
অভিনেত্রী হিসেবে কোটি মানুষের হৃদয় জয় করলেও ঐশ্বরিয়ার স্বপ্ন মোটেও এটা ছিলো না। তিনি চেয়েছিলেন চিকিৎসা সেবায় ক্যারিয়ার গড়তে। তার প্রিয় বিষয় ছিলো জুয়োলজি। এরপর অবশ্য এই ভাবনা বাদ দিয়ে তিনি স্থাপত্য নিয়ে পড়াশোনা করেছিলেন।
অদ্ভুত ডাকনাম
ঐশ্বরিয়া রাইকে বিনোদন জগত কিংবা তার বন্ধু-স্বজনরা সংক্ষেপে ‘অ্যাশ’ বলে ডাকেন। তবে পরিবারের দুজন সদস্যের কাছে তার একটি অদ্ভুত নাম রয়েছে। সেটা হলো ‘গুল্লু মামি’। তাকে এই নামে ডাকেন ভাই আদিত্য রাইয়ের দুই সন্তান।
মাদাম তুসোতে শ্বশুর-পুত্রবধূ
শ্বশুর অমিতাভ বচ্চনের পর তিনিই দ্বিতীয় ভারতীয় অভিনয়শিল্পী, যার ভাস্কর্য নির্মিত হয়েছে বিশ্বখ্যাত মাদাম তুসো জাদুঘরে। এছাড়াও বিশ্বের অন্যতম সিনে আসর কান চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে দায়িত্ব পালন করেছেন ঐশ্বরিয়া। ২০০৩ সালে তিনি প্রথম ভারতীয় অভিনয়শিল্পী হিসেবে এই অনন্য সম্মান অর্জন করেন।
সূত্র: ভোগ