সোনার ২৪, ২২ এবং ১৮ ক্যারেটের পার্থক্য এবং চেনার উপায়

আমাদের সবাইকেই মোটামুটি সোনা কেনা-কাটা করতে হয় বিভিন্ন প্রয়োজনে। আমাদের দেশে সাধারনত সোনা বিক্রির একক হিসেবে "ভরি" ব্যবহার করা হয়। আর আমরাও ভরির হিসেবটাতেই অভ্যস্ত হয়ে উঠেছি।

চেনার উপায়সাধারনত চেনের হুকে খোদাই করা লেখা থাকবে ৯৯৯৯ অর্থাৎ ২৪ ক্যারেট , ৯১৬ অর্থাৎ ২২ ক্যারেট, ৮৭৫ অর্থাৎ ২১ ক্যারেট, ৭৫০ অর্থাৎ ১৮ ক্যারেট।

দেশীয় হিসাব সোনা পরিমাপের একক১ ভরি = ১৬ আনা১ ভরি = ৯৬ রতি১ আনা = ৬ রতি

ভরি গ্রাম কেজি এ সমস্ত যেমন মাপের একক-ঠিক তেমনি ভরি সোনা ২৪ক্যারেট ধরে হিসাব করা হয়। ৯৬ রতিতে হয় ১ ভরি। সে হিসাবে ৯৬ কে ২৪ দিয়ে ভাগ করলে হয় ৪ রতি,আর এই ৪রতি সমান ১ ক্যারেট। কিন্তু বিদেশে বা আন্তর্জাতিক বাজারে সোনা কিনতে গেলে ভরি হিসেবে কেনা যায় না।

স্বর্ণের ওজন পরিমাপে গ্রাম বা আউন্স-ই বেশি ব্যবহার হয়। জানা থাকলে দেশ-বিদেশে স্বাচ্ছন্দে স্বর্ণ কেনাকাটা করা যায় একই সঙ্গে দামের পার্থক্যটাও ধরা পড়ে।৮ আনা = ৫.৮৩২ গ্রাম১৪ আনা = ১০.২০৬ গ্রাম১ ভরি = ১১.৬৬৩৮ গ্রাম

আবার,১ আউন্স = ২৮.৩৪৯৫ গ্রাম১ আউন্স = ২.৪৩০৫ ভরি১ ভরি = ০.৪১১৪৩ আউন্স

সোনার বিশুদ্ধতা

অতি মূল্যবান ধাতু এই সোনার গহনা কেনার সময় এর বিশুদ্ধতা যাচাই করাও আবশ্যক। এতে করে ক্রেতা জানতে পারবেন যে তিনি কষ্টার্জিত অর্থ খরচ করে কতটুকু খাঁটি সোনা পেয়েছেন আর কতটুকু খাঁদ খাঁদ বা ভেজাল।সোনার পরিশুদ্ধতা (ক্যারেট) পরিমাপের গাণিতিক সুত্র:X=24/ (Mg/Mm)যেখানে, X হল সোনার ক্যারেট হিসাব,Mg হল অলংকারে খাঁটি সোনার ভর,Mm হল অলংকার এর মোট ভর।এছাড়াও রয়েছে দ্য ট্রয় সিস্টেম (The Troy system) যা মূল্যবান ধাতু এবং পাথর বা রত্নের পরিশুদ্ধতা যাচাইয়ে ব্যবহৃত হয়।1 troy ounce = 480 grains1 grain = 64.798 91 milligram1 troy ounce = 31.1034768 grams24 grains = 1 pennyweight20 pennyweight = 1 troy oz12 troy oz = 1 troy lbThe Metric system is also used1 Troy Ounce = 31.103 Grams1 Pennyweight =1.555 Grams15.432 Grains =1 Gram1 Grain = .0648 GramsAbbreviations:

Gr = GrainsGm = GramsOz = Ounceozt = Troy Ouncesdwt = PennyweightKgm = Kilogram (1000 grams)

সোনার অলংকার কেনার সময় জানতে হবে ক্রেতা কত ক্যারেটের সোনা কিনবেন। সোনা সাধারনত: ২৪, ২২, ২১ ও ১৮ ক্যারেটের হয়ে থাকে বা ১৪ এবং ১০ ক্যরেটেরও স্বর্ণ আছে। ২৪ ক্যারেট সোনা হচ্ছে খাঁটি সোনা। যা কেবল বার হিসাবে পাওয়া যায়। তৈরি গহনার মধ্যে ২২ক্যারেট সবচেয়ে ভালো। ক্যারেট হিসাবে তাতে ২ ক্যারেট বাদ গেলে ১ আনা ২ রতি খাঁদ বা ভেজাল থাকবে। আপনি যদি ২১ ক্যারেট গহনা কিনতে চান তাহলে তাতে খাঁদ থাকবে ২ আনা আর ১৮ক্যারেট কিনলে খাঁদ থাকবে প্রতি ভরিতে ৪ আনা।

ক্যারেট অনুযায়ী বিশুদ্ধতার আন্তর্জাতিক তালিকাক্যারেট বিশুদ্ধতার পরিমাণ২৪ ক্যারেট ৯৯.৯৯ % পিউর২২ ক্যারেট ৯১.৬০ % পিউর২১ ক্যারেট ৮৭.৫০% পিউর১৮ ক্যারেট ৭৫.০০ % পিউর১৪ ক্যারেট ৫৮.৫ % পিউর১০ ক্যারেট ৪১.৭ % পিউরযখনই অলংকার ক্রয় করা হবে অবশ্যই অর্ণামেন্টেস-এর গায়ে খোদাই করা ক্যারেট লেখা দেখে নেয়া উচিত। অর্ণামেন্টেস-এর গায়ে অথবা চেনের হুকে খোদাই করা লেখা থাকবে ৯৯৯৯ অর্থাৎ ২৪ ক্যারেট , ৯১৬ অর্থাৎ ২২ ক্যারেট, ৮৭৫ অর্থাৎ ২১ ক্যারেট, ৭৫০ অর্থাৎ ১৮ ক্যারেট।

বাংলাদেশে সোনার দাম

নতুন দাম অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর, ২০২২) থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ৮৩ হাজার ২৮১ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৭৯ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৮ হাজার ১১৮ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৬ হাজার ৪৫৪ টাকা।

তথ্যসুত্র: ইন্টারনেট

© Copyright 2025 - All Rights Reserved - by Jagobangla