বিশ্বকাপ জেতার পর যা বললেন ইংলিশ ক্রিকেটাররা
পাকিস্তানকে হারিয়ে রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জিতলো ইংল্যান্ড। মেলবোর্নে আজ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে জস বাটলারের দল। শিরোপা জয়ের আনন্দে এসময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অনেক ইংলিশ ক্রিকেটারই।
দলের ওপেনার অ্যালেক্স হেলস বলেছেন, 'অবিশ্বাস্য একটা অনুভূতি। অনেকটা বরফজমা কেক খাওয়ার মতো। ওদের বোলিং আক্রমণটা বেশ উন্নত মানের। ওই বলটা (তার আউটের) বেশ ভালো ছিল, আমার পা সামনে চলে এসেছিল।
অলরাউন্ডার মঈন আলী বলেন, 'এটা আমার ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম সেরা দিন। একটি দুর্দান্ত পাকিস্তান দলের বিপক্ষে জয়টা আনন্দের ছিল। দারুণ কিছু শট খেলেছে স্টোকস।'
পেস বোলার ক্রিস ওকস বলেন, 'অস্ট্রেলিয়ায় আমরা কয়েকটি ম্যাচ হেরেছি কিন্তু এবারের জন্য বেশ খুশি। বোলারদের জন্য উইকেটটা বেশ ভালো ছিল। বড় ম্যাচের চাপটাও আমাদের সাহায্য করেছে।'
হ্যারি ব্রুক বলেন, 'আমি সবসময় ভেবেছি এই স্কোয়াড নিয়েই আমরা এই বিশ্বকাপ জিততে পারব। এটা একটা অসাধারণ দিন ছিল।'