নামাজের ভেতর মুনাফিকির ৬ আলামত

প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এ সব নামাজের ভেতরে আবার মানুষের মুনাফিকির আলামতও রয়েছে। নামাজ পড়া সত্ত্বেও যাদের নামাজকে মুনাফিকির নামাজ বলে আখ্যায়িত করা হয়। মুনাফিকির নামাজের সেই ৬ আলামত কী?

নামাজের ভেতর মুনাফিকির আলামত ৬টি১. যখন নামাজে দাঁড়ায়, অলসতার সঙ্গে দাঁড়ায়।২. অন্যকে দেখানোর নিয়তে নামাজ পড়ে।৩. ইচ্ছাকৃতভাবে নামাজে দেরি করে।৪. নামাজ শেষ করতে তাড়াহুড়ো করে।৫. নামাজের ভেতর খুব কমই মন থেকে আ্ল্লাহকে স্মরণ করে।৬. সুন্নত ও নফল নামাজ খামখেয়ালি করে ছেড়ে দেয়।

এ বিষয়গুলোই মুনাফিকির নামাজের আলামত। ইমাম ইবনুল কায়্যিম রাহমাতুল্লাহ তাঁর ’হুকমু তরিকুস সালাত’ গ্রন্থে এ বিষয়গুলো তুলে ধরেছেন। তাই সব মুমিন মুসলমানের উচিত, এ আচরণগুলো থেকে বিরত থাকা। একনিষ্ঠ মনে নামাজ আদায় করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে একনিষ্ঠভাবে মহান আল্লাহর জন্য নামাজ পড়ার তাওফিক দান করুন। আমিন।

© Copyright 2024 - All Rights Reserved - by Jagobangla