শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের সিরিজ জয়

ভারতকে নাগালে পেয়েও প্রথম ম্যাচে হারতে বসেছিল বাংলাদেশ। মেহেদি মিরাজের দৃঢ়তায় ওই ম্যাচে ১ উইকেটে জিতেছিল বাংলাদেশ। এবার সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ। নিয়ন্ত্রণে থাকা ম্যাচ ইনজুরিতে পড়া রোহিত শর্মা মাঠে ফিরে ঘুরিয়ে দেন। ৪৯তম ওভারে দুই ক্যাচ ফেলে হারতে বসেছিল টাইগাররা। মাহমুদুল্লাহ ওই ওভারে ২০ রান খরচ করেন। শেষ ওভারে ভারতের দরকার ছিল ২০ রান। শেষ বলে ছয়। মুস্তাফিজ দলকে ৫ রানের জয় এনে দিয়েছেন।

তবে ম্যাচের আসল নায়ক মেহেদি মিরাজ। নিঁখুত অলরাউন্ড পারফরম্যান্স দিয়েছেন তিনি। টি-২০ বিশ্বকাপে ‘মেকশিফট’ ওপেনার ছিলেন তিনি। ওই বিশ্বকাপের আগে ব্যাটিং নিয়ে অত কাজও তিনি করেননি। সুযোগ পেলে হাত ঘুরানোর সঙ্গে ব্যাটও যে চালাতে পারেন ভারত সিরিজে দেখিয়ে দিয়েছেন এই স্পিন অলরাউন্ডার। এক ম্যাচ থাকতে সিরিজ জয়ের নায়কও তিনি। 

এর আগে ২০১৫ বিশ্বকাপের পরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সাদা বলের দীর্ঘ ফরম্যাটে ওই সিরিজ দিয়েই বাংলাদেশের উত্থান। সিরিজটি ছিল মুস্তাফিজুর রহমানের আগমণের। এবার টি-২০ বিশ্বকাপের পরে ভারতের বিপক্ষে আরেকটি ওয়ানডে সিরিজ জিতল লাল-সবুজের প্রতিনিধিরা। এবারের সিরিজে পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে প্রাপ্তি মেহেদি মিরাজ।

© Copyright 2024 - All Rights Reserved - by Jagobangla