সিরামিক পাত্র থেকে হলুদের দাগ উঠাতে ৬টি সহজ টিপস

সিরামিকের পাত্রে লেগে থাকা হলুদ দাগ তুলতে নাজেহাল হতে হয় কম-বেশি সকলকেই। তবে চিন্তার কারণ নেই। সিরামিটকের পাত্র ঝকঝকে রাখতে মেনে চলতে হবে শুধু কয়েকটি সহজ টিপস।

১. লেবুর খোসা:উষ্ণ গরম পানিতে লেবুর রস মিশিয়ে বাসনগুলি ভিজিয়ে রাখুন। এ বার লেবুর খোসা দিয়ে পাত্রের দাগের ওপর ভালো করে ঘষে নিন। এতে সহজেই দূর হবে বাসনের ওপর লেগে থাকা হলুদের দাগ।

২. লেবুর রস:লেবুর রসে একটি পরিষ্কার টুথব্রাশ ডুবিয়ে নিন। পাত্রের গায়ে লেগে থাকা হলুদের দাগের ওপর লেবুর রস দিয়ে ভালো ভাবে স্ক্রাব করুন। আরও ১০ মিনিট এ ভাবে বাসনগুলি রেখে দিন। পরে হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন।

৩. বেকিং সোডা:দুই টেবিল চামচ বেকিং সোডায় কয়েক ফোঁটা পানি দিয়ে ঘন মিশ্রণ বানিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে সিরামিকের পাত্র মিনিট ২০ মাখিয়ে রাখুন। তারপর ঘষে ঘষে হলুদের দাগ তুলে ফেলুন।

৪. টুথপেস্ট:একটি টুথব্রাশে সামান্য টুথপেস্ট নিয়ে পানিতে ভিজিয়ে নিন। সিরামিক পাত্রের দাগের জায়গায় এটি দিয়ে ভালো করে ঘষুন। মিনিট খানেক স্ক্রাব করার পর আরও ৫ মিনিট এ ভাবে রেখে দিন। তারপর হালকা গরম পানি দিয়ে বাসন ধুয়ে ফেলুন।

৫. গরম পানি:এক বালতি গরম পানিতে সব কয়টি সিরামিকের পাত্র ২০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। তারপর ডিশ ওয়াশিং সাবান এবং পানি দিয়ে পাত্র ঘষে ধুয়ে ফেলুন। তবে পানি যেন খুব বেশি গরম না হয়, না হলে পাত্র ভেঙে যেতে পারে।

৬. লবণ ও ভিনেগার:লবণ ও ভিনেগার উভয়ই যে কোনো ধরনের দাগ তুলতে দারুণ কার্যকর। একটি বাটিতে ভিনেগার আর লবণ মিশিয়ে নিন। সিরামিকের পাত্রগুলি এই মিশ্রণটি দিয়ে ভালো করে মেজে নিন। মিনিট দশেক এ ভাবে রেখে দিন। তারপর সাবান পানিতে ধুয়ে নিন।

© Copyright 2024 - All Rights Reserved - by Jagobangla