মনে মনে তালাক দিলেই কি হয়ে যায়?

প্রশ্ন: মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে তালাক দিলে কি তালাক হয়ে যায়?

উত্তর: বিবাহ ও তালাক আল্লাহ তায়ালা কর্তৃক নির্দেশিত একটি ধর্মীয় বিষয়। এসব বিষয়ে কুরআন-হাদিসে বিস্তারিত আলোচনা রয়েছে। তাই ইসলামের নির্দেশনার বিপরীতে কিছু করলে সেই বিবাহ বা তালাক শুদ্ধ হিসেবে গণ্য হবেনা।

যেমন, কুরআন-হাদিসের বাইরে মনগড়া কোন পদ্ধতিতে নামাজ পড়লে নামাজ হবেনা। তেমনি বিবাহ ও তালাকের ক্ষেত্রেও মুসলমানদের জন্য আল্লাহ কর্তৃক প্রদত্ত নির্দেশগুলো মানা জরুরী।

ইসলামে তালাককে নিরুৎসাহিত করা হয়েছে। একান্ত প্রয়োজনে বাধ্য না হলে ইসলাম তালাক দেওয়া পছন্দ করেনা।

এ জন্য মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে তালাক দিলে তালাক হয় না। তালাক হওয়ার জন্য লেখা বা মুখে উচ্চারণ করা জরুরি।

সূত্র: সহিহ মুসলিম-২৬১, আল-আশবাহ ওয়ান নাযায়ের- ৮৯, আদ-দুররুল মুখতার ১/৫৩৫ (মাকতাবা এইচ এম সাঈদ) বাদায়েউস সানায়ে ৩/১৫৭, আল মাওসূআতুল ফিকহিয়্যাহ-২৩/২৯

উত্তর দিয়েছেন- মুফতি সাদেকুর রহমান, মুফতি ও মুহাদ্দিস, শেখ জনূরুদ্দীন (র.) দারুল কুরআন মাদ্রাসা, চৌধুরীপাড়া ঢাকা।

© Copyright 2024 - All Rights Reserved - by Jagobangla