ঠোঁটের যত্ন ছাড়াও পেট্রোলিয়াম জেলির নানা ব্যবহার

সারা বছর সবার ঘরে, ভ্যানিটি ব্যাগে এমনকি অফিসের ডেস্কে যে প্রসাধনী থাকে তা হলো পেট্রোলিয়াম জেলি। এটি যে কেবল ঠোঁটের রুক্ষতা দূর করে তা-ই নয়, রূপচর্চায় আরও নানাভাবে ব্যবহার করা যায় এটি।

মেকআপ রিমুভার হিসেবেবাড়িতে মেকআপ রিমুভার না থাকলে পেট্রোলিয়াম জেলি দিয়ে দারুণভাবে মেকআপ তোলার কাজটি সেরে নিতে পারেন। পেট্রোলিয়াম জেলি নিয়ে পুরো মুখে ম্যাসাজ করুন। এরপর তুলা দিয়ে আলতো করে মুছে নিন। চোখের মতো স্পর্শকাতর ত্বকের মেকআপ তুলতেও এর ব্যবহার করা যায়।

সুগন্ধি দীর্ঘস্থায়ী করতেযেখানে সুগন্ধি লাগাবেন, সেই জায়গায় আগে কিছুটা পেট্রোলিয়াম জেলি মালিশ করে নিন। এরপর সেখানে সুগন্ধি স্প্রে করুন। এতে ত্বকে অনেক সময় ঘ্রাণ স্থায়ী হবে।

ভ্রু ঘন করতেঅনেকের ভ্রু ঝরে পড়ে। ভ্রুর ঘনত্ব বাড়াতে সাহায্য করে পেট্রোলিয়াম জেলি। রাতে ঘুমানোর আগে একটা আইব্রু ব্রাশে কিছুটা জেলি নিয়ে ভ্রু যুগলে লাগিয়ে নিন। ধীরে ধীরে ভ্রু ঘন হবে।

হাইলাইটার হিসেবেমেকআপের পূর্ণতায় এখন প্রায় সবাই হাইলাইটার ব্যবহার করেন। গালে ও ভুরুর নিচের ত্বকে কিছুটা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে সেটা হাইলাইটার হিসেবে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

ক্ষত শুকাতে সাহায্য করেত্বকে আঘাত পেলে বা ঘা হলে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যেতে পারে। এর ব্যবহারে ক্ষত অর্ধেক সময়েই শুকিয়ে যেতে পারে। এ ছাড়া তেলতেলে হওয়ায় ত্বকের ভেতর নতুন কোনো ঘা ছড়াতে পারে না।

নখের সুস্থতায় নখের উজ্জ্বলতা বাড়াতে ও ভঙ্গুরতা কমাতে জাদুকরি সমাধান পেট্রোলিয়াম জেলি। এটি ব্যবহারে নখ সুস্থ থাকে।

সূত্র: ফেমিনা

© Copyright 2024 - All Rights Reserved - by Jagobangla