সবাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন : শাকিব খান

দেশব্যাপী ১৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে তরুণ নির্মাতা সাইদুল ইসলাম রানার প্রথম সিনেমা ‘বীরত্ব’। এ সিনেমা দিয়েই ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে নবাগত অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়ার। তার সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

শুক্রবার ৩৪টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘বীরত্ব’। মুক্তির আগের দিন বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) দুপুরে ‘বীরত্ব’ সিনেমার নায়কসহ কলাকুশলীদের অভিনন্দন জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সেইসঙ্গে দর্শকদের হলে গিয়ে এ সিনেমা দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ‘বীরত্ব’ সিনেমার পোস্টার পোস্ট করে শাকিব খান লিখেছেন— দেশের সিনেমা হলে শুক্রবার মুক্তি পাচ্ছে স্নেহের ইমন অভিনীত সিনেমা ‘বীরত্ব’। অভিনন্দন এবং শুভকামনা এ সিনেমার পুরো টিমের প্রতি। সামনে নানান ধরনের গল্পে আরও ভালো ভালো সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সবাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন, বাংলা সিনেমার সঙ্গে থাকুন। জয় হোক বাংলা সিনেমার।’

এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বাংলা সিনেমায় খলনায়ক হিসেবে অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইন্তেখাব দিনারের। পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম ও মনিরা মিঠু। এছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী নিপুণ আক্তারকে।

‘বীরত্ব’ মুক্তি উপলক্ষে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান (পিং পং এন্টারটেইনমেন্ট)। সম্মেলনে শাহীন সুমন, মুশফিকুর রহমানসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট লোকজন উপস্থিত ছিলেন।

© Copyright 2024 - All Rights Reserved - by Jagobangla