তুরস্কের ধ্বংসস্তূপ থেকে ৪০ ঘণ্টা পর শিশু উদ্ধার

শক্তিশালী ভূমিকম্পের ৪০ ঘণ্টা পর মঙ্গলবার দক্ষিণ তুরস্কের মালত্য প্রদেশের ধ্বংসস্তূপের নিচ থেকে ১২ বছর বয়সি এক মেয়েকে উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। উদ্ধার শিশুর নাম আয়সিমা। তাকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার তুরস্কের দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবারের ভূমিকম্পে তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১০৮ জন।

লেবানন ও সিরিয়াসহ এ অঞ্চলের বেশ কয়েকটি দেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

বুধবার সর্বশেষ খবরে বলা হয়েছে, তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৯ হাজার ৬৩৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তুরস্কে ৭ হাজার ১০৮ জন এবং সিরিয়ায় ২ হাজার ৫৩০ জন মারা গেছেন বলে জানানো হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন হাজার হাজার মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

© Copyright 2024 - All Rights Reserved - by Jagobangla