প্রাথমিকে শিক্ষক নিয়োগ এবার নতুন নিয়মে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য পদ পূরণে ক্লাস্টারভিত্তিক বা বিভাগভিত্তিক সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

প্রাথমিক শিক্ষার উদ্যোগ ও অর্জন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

সচিব বলেন, সারা দেশে শিক্ষক নিয়োগে প্রায় দুই বছর চলে। কিন্তু প্রতি বছর অনেক শিক্ষক অবসরে চলে যান। ফলে কিছু জায়গায় শূন্যতা থাকে দীর্ঘ সময়। সব শেষ নিয়োগে প্রায় আাড়াই হাজার শিক্ষক যোগদান করেননি। এজন্য বিভাগ ক্লাস্টার ভিত্তিক বা বিভাগ ভিত্তিক শিক্ষক নিয়োগ দেবো। দেখা গেল কিছু দিন পর পর হয়তো ঢাকা বিভাগ বা বরিশাল বিভাগে নিয়োগ দিতে পারবো।

© Copyright 2025 - All Rights Reserved - by Jagobangla