বিজ্ঞাপন
নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে বালুর ট্রাক, নিহত বেড়ে ৫
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৪:৩৮ পিএম
বিজ্ঞাপন
রাজশাহীতে বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে উলটে গিয়ে ৫ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে রাজশাহী থেকে নাটোর অভিমুখে যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুঠিয়ার ঝলমলিয়ায় কলার হাটে ঢুকে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হোসেন কাজী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— নাটোর জেলার কাফুরিয়া ইউনিয়নের শাহীনের ছেলে সিয়াম(১৫), একই ইউনিয়নের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের (৩৫), বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের ছইম উদ্দিনের ছেলে সেন্টু (৪০), চারঘাট উপজেলা সদরের আসকরপুর এলাকার মাহাতাব আলির ছেলে ইসলাম উদ্দিন (৬০) ও পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া গ্রামের জল্লিলের ছেলে রায়হান হোসেন(৪৫)।
বিজ্ঞাপন