Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:১৫ পিএম

জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

বিজ্ঞাপন

মানিকগঞ্জের সিংগাইরে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার চারিগ্রাম মঈনুল ইসলাম খান শান্তর নিজ বাসভবনে এ যোগদান অনুষ্ঠিত হয়।

এ সময় সাবেক সংসদ সদস্য ও মানিকগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা।

যোগদানকৃত জাতীয় পার্টির নেতারা হলেন- সিংগাইর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোহাম্মদ আলী, সদস্য মোজাফফর হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক মুফতি আক্কাছ আলী, উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি মুন্নি আক্তারসহ শতাধিক নেতাকর্মী।

যোগদান করা নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ ব্যাপারে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যারা ছিলেন আজ তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত ও এলাকার উন্নয়নের স্বার্থে বিএনপিতে যোগদান করেছেন। আপনারা ধানের শীষকে বিজয়ী করে সিংগাইর তথা দক্ষিণ মানিকগঞ্জকে আধুনিকভাবে রূপান্তর করবেন। আমিও আপনাদের সঙ্গে নিয়ে এ আসনটিকে উপহার দিব এবং সবাই ধানের শীষের পক্ষে কাজ করবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার