Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

প্রার্থিতা বাতিলের খবর সত্য নয়, বিভ্রান্ত হবেন না

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৪:০৪ এএম

প্রার্থিতা বাতিলের খবর সত্য নয়, বিভ্রান্ত হবেন না

বিজ্ঞাপন

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপি মোনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম বলেছেন, আমি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারিয়েছি-এমন খবর ছড়ানো হয়েছে। আসলে আমি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারাইনি।

রোববার আদালতে ঋণখেলাপির তালিকায় অন্তর্ভুক্তি আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করব। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জানা যায়, বেসরকারি দুটি ব্যাংকে ঋণখেলাপি থাকায় নির্বাচনে প্রার্থী হতে কাজী রফিকুল ইসলাম উচ্চ আদালত থেকে একটি স্ট্যা অর্ডার নেন। ওই আদেশে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়, সিআইবি প্রতিবেদনে তাকে যেন ঋণখেলাপি দেখানো না হয়। সেই স্ট্যা অর্ডারের বিরুদ্ধে আদেশ দেন আদালত। তবে সেই আদেশের পর কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল হয়েছে মর্মে গুজব ছড়িয়ে পড়ে। মূলত কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা নয়, তার স্ট্যা অর্ডার বাতিলের পক্ষে আদেশ হয়েছে। যা উচ্চ আদালতে বিচারাধীন।

নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে রফিকুল ইসলাম বলেন, এই আদেশের সঙ্গে প্রার্থিতা বাতিলের কোনো সম্পর্ক নেই। আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে উচ্চ আদালতে যাব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার