Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

এনসিপির চাঁদপুর জেলা কমিটির আহ্বায়ক মাহবুব সদস্য সচিব আমান

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৪:০৫ এএম

এনসিপির চাঁদপুর জেলা কমিটির আহ্বায়ক মাহবুব সদস্য সচিব আমান

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলার ৭৫ সদস্যবিশিষ্ট অনুমোদিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এনসিপির মিডিয়া, চাঁদপুরের মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রাথমিক কাঠামো চূড়ান্ত করে আগামী ছয় মাসের জন্য এ কমিটি প্রকাশ করা হয়।

কমিটি অনুমোদনে স্বাক্ষর করেছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এবং কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন।

তাদের যৌথ স্বাক্ষরে ঘোষিত কমিটি হচ্ছে- আহ্বায়ক মাহবুব আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম (দেওয়ান শরীফ), যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, ফরহাদ আহমেদ আলী, ডা. আরিফুল ইসলাম, ফারুক হোসেন সোহেল, এরশাদ খান সালমান, প্রফেসর মোখলেছুর রহমান (মুকুল), শাহ আলম মিঝি, খাজা মোহাম্মদ মাসুম, তাফাজ্জল হোসেন পলাশ, নাজমুল কবির, সদস্য সচিব আমান উল্যাহ পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আ. জাব্বার, যুগ্ম সদস্য সচিব মুফতি মাহমুদ হাসান (দপ্তর), তামিম খান, রাজিব হোসেন রাজ, ডিএম আলাউদ্দিন, সৈকত হোসেন আমিন, জিহাদুল ইসলাম (প্রচার), ইঞ্জিনিয়ার এসএম সিফাত, ডা. ওমর ফারুক (স্বাস্থ্য), প্রভাষক কামাল হোসেন, ডেন্টিস্ট আরিফা তুহিন, আব্দুল্লাহ আল শুভ, আ. রহমান পাঠান, সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন, আহমেদ সজীব, প্রফেসর মোয়াজ্জেম হোসেন, মনির হোসেন সজিব, জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আজিজুল হক রাজু।

সদস্য- জসিম রাজা, মমতাজ বেগম, ফারজানা আক্তার, সায়্যেদা নূরে মাইশা, রাকিব পাঠান, ইমাদ হোসেন ইমাদ, মাহমুদুল হাসান, রিয়াদ হোসেন, মাহমুদুল হাসান, আজহারুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার