Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ এএম

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিজ্ঞাপন

লাইন সংস্কার ও মেরামতের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জামালপুর শহরের ১১ কেভি ভিআইপি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে বিষয়টি মাইকিং করে জানিয়েছে জামালপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

মাইকিংয়ে বলা হয়েছে, শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি ভিআইপি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে অগ্রিম দুঃখ প্রকাশ করা হয়।

এ বিষয়ে জামালপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী খন্দকার হানিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জেলা সেটেলমেন্ট অফিস, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা পুলিশের কার্যালয়, থানা, আদালত, জেনারেল হাসপাতাল, বিজিবি ক্যাম্পসহ ওই এলাকা ১১ কেভি ভিআইপি ফিডার বন্ধ থাকবে। বিকাল ৫টার কথা বলা হলেও যতদ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ সরবরাহ লাইনে যে-কোনো সমস্যা সমাধান এবং সংস্কারের জন্য ফিডার বন্ধ করা হয়। শনিবার ছুটির দিন হিসাবে কাজ করতে নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার