বিজ্ঞাপন
বোমা হামলার পর পালানোর ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১০:০৩ এএম
বিজ্ঞাপন
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামে এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা এবং বোমা মেরে পালানোর একটি ঘটনা শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ঘটে। বোমা বিস্ফোরণের মুহূর্ত ধারণকৃত একটি ভিডিও শনিবার (১০ জানুয়ারি) রাতে ফেসবুকে ভাইরাল হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী মনিরুজ্জামান রাজা মিয়ার খালাসির বাড়িতে রাত ৩টার সময় একদল ডাকাত, ধারালো রামদা হাতে, মুখোশ পরে ঘরের পেছনের দরজা ভেঙে প্রবেশের চেষ্টা করে। কিন্তু রাজা মিয়া এবং তার পরিবারের সদস্যরা দ্রুত প্রতিরোধ গড়ে তুলে। ডাকাতদের ভয় দেখিয়ে তারা বাধাগ্রস্ত হয় এবং বাধ্য হয়ে পালিয়ে যেতে হয়। পালানোর সময় তারা একাধিক বোমা বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনায় ভুক্তভোগী রাজা মিয়া মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, ডাকাতদের ভয়ে তার পরিবার চরম আতঙ্কে রয়েছে। পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস) জাহাঙ্গীর আলম বলেন, ভিডিওতে মুখোশধারীদের পরিচয় স্পষ্ট না হওয়ায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। তবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
স্থানীয়রা এই ধরনের অপরাধের জন্য সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন এবং পুলিশের কার্যকর তদন্ত কামনা করছেন।
বিজ্ঞাপন