Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

খালার হাতে ৫০০ টাকা দিয়ে ভোট চাইলেন জামায়াত প্রার্থী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম

খালার হাতে ৫০০ টাকা দিয়ে ভোট চাইলেন জামায়াত প্রার্থী

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে নির্বাচনী গণসংযোগকালে অর্থ লেনদেনের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম এক বৃদ্ধ মহিলাকে ঘরের সামনে ৫০০ টাকা দিচ্ছেন। এ সময় ঘরের ভেতরে থাকা একজন ভোটারকে উদ্দেশ করে তাকে বলতে শোনা যায়, “এই খালার হাতে ৫০০ টাকা দিছি, এবার দাঁড়ি পাল্লা ভোট দিবেন ইনশাআল্লাহ।”

ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনা শুরু হয়। এ বিষয়ে জানতে চাইলে ড. রেজাউল করিম টাকা দেওয়ার বিষয়টি স্বীকার করেন। এনপিবিকে ফোনে তিনি বলেন, এক বৃদ্ধ মহিলা তার কাছে টাকা চেয়েছিলেন। মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি সামান্য সহযোগিতা করেছেন। ভোটের বিনিময়ে টাকা দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তিনি কখনো ভোট কেনার উদ্দেশ্যে টাকা দেননি। আচরণবিধির বিষয়টি সে সময় খেয়াল করা হয়নি বলেও দাবি করেন তিনি।

এদিকে ঘটনাটি নিয়ে অভিযোগ তুলেছেন লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বড় ভাই ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। তিনি বলেন, নির্বাচনী গণসংযোগের সময় টাকা দিয়ে ভোটারকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে, যা সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। তিনি এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তার হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা এস এম মেহেদী হাসান বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে তা যাচাই-বাছাই করে নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগেও লক্ষ্মীপুর জেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের এক নেতাকে দুই শতাধিক নারী-পুরুষ নিয়ে সমাবেশ করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার