Logo
Logo
×

বিজ্ঞাপন

সারাদেশ

কারাবন্দি আ.লীগ নেতা হুমায়ন কবিরের মৃত্যু

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৫ পিএম

কারাবন্দি আ.লীগ নেতা হুমায়ন কবিরের মৃত্যু

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে হুমায়ন কবির নামে এক কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত হুমায়ন কবির শহরের গলাচিপা এলাকার পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি মৃত চান শরীফ সরদারের ছেলে ও ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

এর আগে সোমবার রাত ৯টায় কারাগারে অসুস্থ হলে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনার একটি মামলায় গত ১৮ ডিসেম্বর অসুস্থ অবস্থায় হুমায়ন কবিরকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। এরপর থেকেই তিনি নারায়ণগঞ্জ কারাগারে বন্দি ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান বলেন, “সোমবার রাতে বন্দি হুমায়ন কবিরের বুকে ব্যথা উঠলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার