বিজ্ঞাপন
ক্ষমা চেয়ে ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্বমিত্র চাকমার
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম
বিজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে অনুপ্রবেশকারী বহিরাগতদের কান ধরিয়ে উঠবস করানোর ঘটনায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। একই সঙ্গে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার নৈতিক দায় স্বীকার করে তিনি ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ফেসবুক গ্রুপে দেওয়া পোস্টে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে সর্বমিত্র চাকমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ও শারীরিক শিক্ষা কেন্দ্রে বহিরাগতদের অবাধ অনুপ্রবেশের ফলে সৃষ্ট নিরাপত্তা সংকটের চিত্র তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, মাঠটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত থাকলেও বহিরাগতদের কারণে প্রায়ই নারী শিক্ষার্থীরা হেনস্তার শিকার হন। এছাড়া মোবাইল ফোন, মানিব্যাগ ও সাইকেল চুরির মতো ঘটনা সেখানে নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে।
সর্বমিত্র তার পোস্টে বলেন, বহিরাগতরা নিয়মিত ঢাকা মেডিক্যাল কলেজের বিপরীত পাশের দেয়াল টপকে মাঠে প্রবেশ করে। তাদের নিষেধ করলে তারা উল্টো স্টাফদের লক্ষ্য করে ঢিল ছোঁড়ে। এসব বিষয়ে প্রশাসনকে বারবার জানালেও তারা কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি; এমনকি এলাকাটিকে সিসি ক্যামেরার আওতায়ও আনা হয়নি।
গত রবিবার বহিরাগত কিছু কিশোরকে কান ধরিয়ে উঠবস করানোর একটি ভিডিও ভাইরাল হলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই ছাত্র প্রতিনিধি। সে প্রসঙ্গে তিনি আজ বলেন, “প্রশাসনিক ব্যর্থতা ও নিরাপত্তাহীনতার মধ্যে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আমি বহিরাগতদের কান ধরিয়ে উঠবস করাতে বাধ্য হই। এটি কোনওভাবেই আমার প্রত্যাশিত বা কাম্য আচরণ ছিল না। আমি স্বীকার করছি— এভাবে কাউকে শাস্তি দেওয়া আমার উচিত হয়নি এবং এই ঘটনার জন্য আমি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করছি।”
পদত্যাগের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, “শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে আমাকে প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছেন, আমি সে প্রত্যাশা পূরণ করতে সক্ষম হইনি। প্রশাসনের অসহযোগিতা এবং ব্যর্থতার দায় মাথায় নিয়ে, আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
বিজ্ঞাপন