বিজ্ঞাপন
ব্রেকআপ যাতনার মাঝে যেভাবে সময় কাটাচ্ছেন তাহসান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম
বিজ্ঞাপন
সম্প্রতি দেশের শোবিজঅঙ্গণে শুরু হওয়া বিবাহবিচ্ছেদের গুঞ্জনের অবসান করেছেন তাহসান খান। রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের ঘটনাটি সত্য বলে শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমকে জানান এই সংগীতশিল্পী।
এ সম্পর্কে তাহসান বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই আমরা আলাদা থাকছি। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে আমরা এখন একসঙ্গে থাকছি না।’
সঙ্গে নিজের শারীরিক ও মানসিক অবস্থা সম্পর্কে দেশের জনপ্রিয় এই তারকা জানান, তিনি দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে ভালো নেই, তবে এর কারণ এখনই প্রকাশ্যে বলতে চান না।
উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর সংসার করার পর ২০১৭ সালে প্রথম স্ত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে তাহসানের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এ সংগীতশিল্পী। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট।
বিজ্ঞাপন