Logo
Logo
×

বিজ্ঞাপন

বিনোদন

মেহজাবীনকে সুখবর দিলেন আদালত

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১২:২০ পিএম

মেহজাবীনকে সুখবর দিলেন আদালত

বিজ্ঞাপন

হুমকি ও ধমকির অভিযোগে দায়ের করা মামলায় জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) সকালে ঢাকা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার মামলাটির শুনানি শেষে এই আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সুযোগে মেহজাবীন চৌধুরী তাকে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার প্রলোভন দেখিয়ে নগদ অর্থ এবং বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা নেন। তবে আসামিরা ব্যবসা শুরু করতে ব্যর্থ হওয়ায় টাকা ফেরত চাওয়ায় বারবার কালক্ষেপণ করেন।

পরবর্তীতে ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে তারা ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে এক রেস্টুরেন্টে আসার নির্দেশ দেন। ওইদিন ঘটনাস্থলে উপস্থিত হলে মেহজাবীন, তার ভাই ও আরও অজ্ঞাতনামা ৪–৫ জন গালিগালাজ করেন এবং বাদীকে প্রাণনাশের হুমকি দেন।

তবে আদালত মামলার প্রাথমিক প্রমাণের ভিত্তিতে দেখেছেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগে পর্যাপ্ত প্রমাণ নেই। তাই মামলাটিতে তাদের অব্যাহতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার