বিজ্ঞাপন
শাকিব ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন, বুবলীর জবাব ঘিরে তোলপাড়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০১:৩৭ পিএম
বিজ্ঞাপন
পুরান ঢাকার সংস্কৃতি, ভাষা ও জীবনযাত্রা তুলে ধরতে নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘ঢাকাইয়া দেবদাস’। রাজধানীর একটি ক্লাবে শুক্রবার (৭ নভেম্বর) জমকালো মহরতের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন আদর আজাদ ও শবনম বুবলী।
মহরতে উপস্থিত ছিলেন অভিনেতা-অভিনেত্রী, প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিবেশনা সংস্থার সদস্যরা। মহরত শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপের সময় বুবলীকে প্রশ্ন করা হয় তার পূর্বের জনপ্রিয় অন-স্ক্রিন জুটি শাকিব খানকে ঘিরে। এক সাংবাদিক জানতে চান, অন্য নায়কের সঙ্গে কাজ করতে গেলে কখনো কি শাকিবের বাধার মুখে পড়তে হয়েছিল? প্রশ্নটি শুনে বুবলী সরাসরি উত্তর না দিয়ে কৌশলে বিষয়টি এড়িয়ে যান।
জবাবে বুবলী বলেন, শাকিব-বুবলী জুটি বরাবরই দর্শকদের পছন্দের। সেখান থেকে দর্শকদের ভালোবাসা সবসময় ছিল, আছে এবং থাকবে। আর আমরা এজ এ আর্টিস্ট যখন কাজ করি, সবাই ইন্ডিভিজুয়ালি কিন্তু নিজস্ব সত্তা নিয়ে কাজ করি। সেখান থেকে আমার মনে হয় যে যখন অন্যদের সাথে বা অন্য শিল্পীদের সাথে কাজ করি, সেটাও দর্শকেরা তাদের মতো করেই গ্রহণ করে।
বুবলীর জবাবের ভিডিওটি এখন নেট দুনিয়ায় ভাইরাল। অনেকেই অভিনেত্রীর জবাবের প্রশংসা করছেন। আবার কেউ বলছেন নতুন করে চর্চা এড়াতেই অভিনেত্রী এই জবাব দিয়েছেন। যদিও অভিনেত্রীর এই জবাব নিয়ে এখন নানান আলোচনা শুরু হয়েছে।
শাকিব-বুবলী একসময়ের জনপ্রিয় তারকা জুটি। বুবলী তার অভিনয়জীবনের শুরুতে একটানা ১০ সিনেমায় অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। শাকিবের বিপরীতে অভিনয়ের কারণে আসেন আলোচনায়। এরপর অন্যান্য নায়কের বিপরীতেও অভিনয় করেছেন। শামীম আহমেদ পরিচালিত রোমান্টিক অ্যাকশন সিনেমা ‘বসগিরি’। প্রথম সিনেমাতেই তিনি অভিনয়ের সুযোগ পান শাকিব খানের বিপরীতে।
প্রসঙ্গত, কাজের সূত্র ধরেই শাকিব-বুবলীর প্রেম। এবং ২০১৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব ও বুবলী। এরপর তাদের ঘরে এসেছে সন্তান শেহজাদ। যদিও বিবাহের খবর প্রকাশ্যে আসে অনেক পরে, সম্পর্কের ফাটলের খবরও দীর্ঘদিন ধরে ভক্তদের মধ্যে চর্চার বিষয় হয়ে আসে। তবে কিছুদিন আগে দুই তারকাকে একসঙ্গে দেখে খুশি তাদের ভক্তরা।
বিজ্ঞাপন