কয়েকদিন ধরেই কানাঘুষা চলছিল জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম। জানা গেছে, ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ থেকে প্রার্থী হতে পারেন হিরো আলম। এ বিষয়ে এখনই স্পষ্ট কিছু বলতে চান না তিনি।
তবে হিরো আলমের ঘনিষ্ট একটি সূত্র মারফত জানা গেছে, ইতি মধ্যে হিরো আলম ও ভিপি নুরের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। এমনকি ভিপি নুর হিরো আলমের অফিসেও দেখা করতে গেছেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘সময় হলে সব কিছু বলব। তবে এটুকু বলতে পারি, এইবার আমি যে কোনো দলের হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হবো। স্বতন্ত্র না। কয়েক দিনের মধ্যেই জানাতে পারবো কোন দলের হয়ে অংশ নিচ্ছি।’
হিরো আলম নিশ্চিত করে বলেন, এবার দুই আসন (ঢাকা-১৭ এবং বগুড়া-৪) থেকে প্রার্থী হব। এর আগেও আমি দুই আসন থেকে নির্বাচন করেছি। এই আসনগুলোর মানুষের সঙ্গে আমার আলাদা সম্পর্ক আছে। কাল যখন ঢাকায় নির্বাচনের ঘোষণা দিলাম, অনেকেই কল দিয়ে উৎসাহ দিয়েছেন। তখন ভাবলাম জনগণ তো চায় আমি নির্বাচন করি। তাহলে দুই জায়গা থেকেই করব না কেন? তাই সিদ্ধান্ত নিয়েছি দুই আসন থেকেই নির্বাচন করব।’