Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

লন্ডনে কেএফসি ফ্র্যাঞ্চাইজিকে ৭০ হাজার পাউন্ড জরিমানা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ এএম

লন্ডনে কেএফসি ফ্র্যাঞ্চাইজিকে ৭০ হাজার পাউন্ড জরিমানা

বিজ্ঞাপন

লন্ডনের একটি কেএফসি ফ্র্যাঞ্চাইজিকে ভারতীয় কর্মীর সঙ্গে বর্ণবাদী আচরণের দায়ে বড় অংকের জরিমানা করা হয়েছে। ভুক্তভোগী মাশেস রবিচন্দ্রনকে তার বস ক্রীতদাস বলে সম্বোধন করেছিলেন এবং বাড়তি কাজ করতে বাধ্য করেছিলেন। ট্রাইব্যুনাল এই ঘটনায় সরাসরি বৈষম্য ও হয়রানির প্রমাণ পাওয়ায় মোটা অংকের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। প্রবাসী কর্মীদের অধিকার রক্ষায় আদালতের এই রায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

লন্ডনের দক্ষিণ-পূর্বাঞ্চলের ওয়েস্ট উইকহ্যাম এলাকায় অবস্থিত একটি কেএফসি আউটলেটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। নেক্সাস ফুডস লিমিটেড নামের একটি কোম্পানি এই ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনা করে আসছিল। ভারতের তামিলনাড়ু থেকে আসা মাশেস রবিচন্দ্রন ২০২৩ সালের জানুয়ারি মাসে সেখানে কাজ শুরু করেন।

আদালতে পেশ করা তথ্যে জানানো হয় যে তার ম্যানেজার কাজান থাইবেন্থিরাম তাকে সরাসরি ক্রীতদাস বলে গালি দিয়েছিলেন। এছাড়া তাকে নিয়মিত পাওনা ছুটি দিতে অস্বীকৃতি জানানো হতো এবং বর্ণবাদী মনোভাবের কারণে অতিরিক্ত সময় খাটানো হতো। ট্রাইব্যুনালের বিচারক পল অ্যাবট এই অভিযোগগুলোকে সত্য বলে গ্রহণ করেছেন।

শুনানি শেষে আদালত মাশেস রবিচন্দ্রনকে ৬৬ হাজার ৮০০ পাউন্ড বা প্রায় ৭০ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার রায় দিয়েছে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে নেক্সাস ফুডস লিমিটেডকে তাদের সব কর্মীর জন্য বৈষম্যবিরোধী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করার আদেশ দেওয়া হয়েছে। এই রায় লন্ডনের প্রবাসী শ্রমিকদের মধ্যে ন্যায়বিচার পাওয়ার আশা জাগিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার