Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

‘অভিবাসন বিতর্ক আমাদের বিভক্ত করছে’- লন্ডনের নতুন আর্চবিশপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ এএম

‘অভিবাসন বিতর্ক আমাদের বিভক্ত করছে’- লন্ডনের নতুন আর্চবিশপ

বিজ্ঞাপন

লন্ডনের হবু আর্চবিশপ সারাহ মুলালি তার বড়দিনের বক্তব্যে অভিবাসন নিয়ে চলমান বিভক্তির কঠোর সমালোচনা করেছেন। তিনি মনে করেন মানবিকতা আমাদের ঐক্যবদ্ধ করার বদলে এই বিতর্ক কেবল দূরত্ব সৃষ্টি করছে। ফিলিস্তিন ও গাজার মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব ধর্মীয় নেতারা। বর্তমান সময়ে সাধারণ মানুষের কষ্টের কথা মাথায় রেখে বিভেদ ভুলে সংহতি তৈরির আহ্বান জানানো হয়েছে।

সেন্ট পলস ক্যাথেড্রালে বড়দিনের প্রার্থনায় সারাহ মুলালি বলেন যে বর্তমানে আমাদের সমাজে অভিবাসন নিয়ে যে আলোচনা চলছে তা বিভেদ বাড়িয়ে দিচ্ছে। তিনি বিশ্বাস করেন আমাদের সাধারণ মানবিকতা আমাদের একত্রিত করার কথা ছিল কিন্তু মানুষ এখন একে অন্যের প্রতি বিরূপ মনোভাব পোষণ করছে। তার মতে এখন সময় হয়েছে অন্যের প্রয়োজনে নিজের জীবন ও সময়কে বিলিয়ে দেওয়ার।

একই সময়ে আর্চবিশপ অফ ইয়র্ক স্টিফেন কট্রেলও সমাজে বিদ্যমান বিভাজন নিয়ে কথা বলেছেন। তিনি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর সফরের সময় ইসরায়েলি মিলিশিয়াদের দ্বারা বাধা পাওয়ার তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করেন। স্টিফেন জানান যে মানুষ এখন আগন্তুকদের ভয় পেতে শুরু করেছে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অমানবিক।

পোপ লিও তার প্রথম বড়দিনের বাণীতে গাজার করুণ পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। তিনি সেখানে বর্ষা ও শীতে তাঁবুর নিচে থাকা অসহায় মানুষের কষ্টের কথা তুলে ধরেন যা যিশুর আস্তাবলে জন্ম নেওয়ার গল্পের মতো এক প্রান্তিক অবস্থা। এছাড়া সারাবিশ্বে চলমান বিভিন্ন যুদ্ধ ও সংঘাত বন্ধের জন্য তিনি জোরালো আহ্বান জানান এবং বিশ্বের সব জায়গায় শান্তি কামনা করেন।

উল্লেখ্য যে সারাহ মুলালি লন্ডনের ১০৫তম আর্চবিশপ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন এবং তিনি এই পদে আসা প্রথম নারী। আগামী ২৫ মার্চ ক্যান্টারবেরি ক্যাথেড্রালে তার অভিষেক হওয়ার কথা রয়েছে। সাবেক আর্চবিশপ জাস্টিন ওয়েলবি পদত্যাগ করার পর তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি গ্রহণ করছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার