Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দু ও খালিস্তানপন্থী শিখদের প্রতিবাদ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ এএম

বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দু ও খালিস্তানপন্থী শিখদের প্রতিবাদ

বিজ্ঞাপন

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দু ও শিখ সম্প্রদায়ের পাল্টাপাল্টি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। পৃথক দাবিদাওয়া ও অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের এই প্রতিবাদে কূটনৈতিক এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

এক পক্ষের বিক্ষোভকারীরা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও হামলা বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে। তারা অভিযোগ করেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতা, হামলা ও বৈষম্যের শিকার হয়ে আসছে।

বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের সামাজিক, ধর্মীয় ও নিরাপত্তাজনিত সমস্যাগুলো আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরার চেষ্টা করেন। তাদের দাবি, এসব বিষয়ে বাংলাদেশ সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

অন্যদিকে, একই স্থানে শিখ সম্প্রদায়ের একটি অংশ, বিশেষ করে খালিস্তানপন্থীরা পৃথক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। তারা ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং এই ঘটনার জন্য ভারতের ওপর সরাসরি অভিযোগ তোলেন।

খালিস্তানপন্থী বিক্ষোভকারীদের বক্তব্যে বলা হয়, ভারত রাষ্ট্র হিসেবে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার ইতিহাস রয়েছে এবং ভিন্নমত দমনে পরিকল্পিত সহিংসতা চালায়। তারা আন্তর্জাতিক তদন্ত ও জবাবদিহির দাবিও জানান।

দুই পক্ষের ভিন্ন ভিন্ন দাবিকে কেন্দ্র করে একই সময়ে হাইকমিশনের সামনে বিক্ষোভ হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। তবে বড় ধরনের সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি।

এই পাল্টাপাল্টি বিক্ষোভ লন্ডনে প্রবাসী দক্ষিণ এশীয় রাজনীতি ও আঞ্চলিক উত্তেজনার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, এসব ঘটনা শুধু প্রবাসী কমিউনিটিগুলোর মধ্যকার বিভাজনই নয়, বরং আন্তর্জাতিক পরিসরে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইস্যুগুলোর ক্রমবর্ধমান প্রভাবকেও তুলে ধরছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার