Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

মাদুরোর গ্রেফতার নিয়ে কী বলছে বিশ্ব

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৩:৪৮ পিএম

মাদুরোর গ্রেফতার নিয়ে কী বলছে বিশ্ব

বিজ্ঞাপন

হুমকি আগেই দিয়ে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। অপেক্ষায় ছিলেন ঠিক সময়ের। শুক্রবার (২ জানুয়ারি) শেষ রাতকে বেছে নেন মার্কিন প্রেসিডেন্ট, ভেনেজুয়েলায় হামলা চালান। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে আসেন যুক্তরাষ্ট্রে। ওই ঘটনায় বিশ্ব নেতারা উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন। 

মার্কিন বিমান বাহিনীর হামলা ও ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক ইস্যুতে সরব থাকতে দেখা গেছে চীনকে। তারা ইতোমধ্যে লম্বা এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এমন হামলার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে বেইজিং।

বিবৃতিতে চীন বলছে, ‘যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। চীন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছে—প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে, তাদের অবিলম্বে মুক্তি দিতে, ভেনেজুয়েলার সরকার উৎখাতের চেষ্টা বন্ধ করতে এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে।’

সংলাপের কথা জানিয়েছে রাশিয়াও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে ‘তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে এবং একটি সার্বভৌম দেশের বৈধভাবে নির্বাচিত রাষ্ট্রপতি ও তার জীবনসঙ্গীকে মুক্ত করে দিতে’। ক্রেমলিন বলেছে, ভেনেজুয়েলা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ‘সংলাপ’ প্রয়োজন।

যুক্তরাষ্ট্রের মিত্রখ্যাত যুক্তরাজ্য এই ঘটনার নিন্দা জানায়নি। বরং তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে স্বৈরশাসক বলছে। দেশটির প্রধানমন্ত্রী কির স্টারমার বলেছেন, ‘আমরা মাদুরোকে অবৈধ রাষ্ট্রপতি হিসেবে বিবেচনা করি এবং তার শাসনের শেষ নিয়ে আমরা কোনো দুঃখ প্রকাশ করছি না। যুক্তরাজ্য সরকার পরিস্থিতির বিবর্তন নিয়ে আগামী দিনে মার্কিন সহযোগীদের সঙ্গে আলোচনা করবে। কারণ আমরা ভেনেজুয়েলার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো একটি বৈধ সরকারের কাছে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের চেষ্টা করছি।’

তবে জাতিসংঘ এটিকে বিপজ্জনক নজির হিসেবে অভিহিত করেছেন। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের বক্তব্যে নিয়ে দেওয়া বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানবোধের অভাব মহাসচিবকে শঙ্কিত করে তুলেছে। তিনি সংশ্লিষ্ট সবাইকে জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সমর্থন প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

মালয়েশিয়াও এই ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছেন। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স এই ঘটনার নিন্দা জানিয়েছেন। বামপন্থি স্বতন্ত্র এই সিনেটর বলেছেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে ট্রাম্পের আক্রমণ যুক্তরাষ্ট্র কিংবা বিশ্ব—কোনোটাকেই আর নিরাপদ রাখবে না। তবে জাপান মনে করে আমেরিকা ঠিক পথই বেছে নেবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার