বিজ্ঞাপন
১১ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:০৮ এএম
বিজ্ঞাপন
মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে বাংলাদেশের ১১ জনসহ বিভিন্ন দেশের মোট ২৭ জন আটক অভিবাসীকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। ২০২৫ সালের শেষ সপ্তাহজুড়ে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের তত্ত্বাবধানে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।
প্রত্যাবাসিত বাকিদের মধ্যে রয়েছেন ভারতের ৭ জন, পাকিস্তানের ৫ জন এবং নেপালের ৪ জন নাগরিক। সংশ্লিষ্ট সবাইকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর—কেএলআইএ-১ ও কেএলআইএ-২ এর মাধ্যমে নিজ নিজ গন্তব্যে পাঠানো হয়।
সোমবার (৫ জানুয়ারি) এক বিবৃতিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, প্রত্যাবাসিত সকল আটক ব্যক্তির বৈধ পাসপোর্ট ছিল। তবে যেসব ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ বা অন্যান্য জটিলতা দেখা দিয়েছে, সেসব অভিবাসীকে নিজ নিজ দেশের দূতাবাসের সহযোগিতায় অস্থায়ী ভ্রমণ নথি বা ‘এমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট’ ইস্যু করে দেশে ফেরত পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষ আরও জানায়, প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় বিমান টিকিটের ব্যয় বহন করা হয়েছে মূলত আটক ব্যক্তিদের ব্যক্তিগত সঞ্চয় কিংবা পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার মাধ্যমে। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাস মানবিক বিবেচনায় টিকিটের খরচ বহন করেছে বলেও উল্লেখ করা হয়।
ইমিগ্রেশন বিভাগের তথ্যমতে, প্রত্যাবাসিত সকল অভিবাসীকে বিভাগের কেন্দ্রীয় সিস্টেমে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা হয়েছে। নির্ধারিত আইন ও বিধিমালা অনুযায়ী, তারা ভবিষ্যতে কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনঃপ্রবেশ করতে পারবেন না।
এদিকে, আটক অভিবাসীদের প্রত্যাবাসন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম যেমন ভ্রমণ নথি প্রস্তুত, বিমান টিকিট ক্রয় এবং প্রয়োজনীয় প্রশাসনিক আনুষ্ঠানিকতা, পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোর নির্ধারিত সেবা কাউন্টার থেকেই সম্পন্ন করা হয়েছে। এসব সেবার জন্য কোনো ধরনের অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়া হয়নি বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগের অংশ হিসেবে নিয়মিতভাবে এ ধরনের প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মাধ্যমে অবৈধ অভিবাসন রোধের পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য।
বিজ্ঞাপন