বিজ্ঞাপন
তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড: কয়েক শ স্কুল বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:৫৩ এএম
বিজ্ঞাপন
তুষারপাত ও তীব্র শীতের কবলে পড়ে যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের জনজীবন স্থবির হয়ে পড়েছে। স্কটল্যান্ডসহ বিভিন্ন এলাকায় ‘অ্যাম্বার ওয়েদার ওয়ার্নিং’ জারি করা হয়েছে এবং ভারী বরফে ঢাকা পড়েছে রাস্তাঘাট ও রেললাইন। বৈরি আবহাওয়ার কারণে কয়েক শ স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং অসংখ্য ফ্লাইট ও ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। আবহাওয়া অফিস সতর্ক করেছে যে তুষারপাত আরও বাড়তে পারে এবং কিছু গ্রামীণ এলাকা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
যুক্তরাজ্যের বড় একটি অংশ জুড়ে এখন তীব্র শীত ও তুষারপাত চলছে। বিশেষ করে স্কটল্যান্ডের স্যাটল্যান্ড, অর্কনি এবং অ্যাবারডিনশায়ারের মতো এলাকাগুলোতে সোমবার সব স্কুল বন্ধ রাখা হয়েছে। রাস্তার ওপর প্রায় ১৪ সেন্টিমিটার পর্যন্ত বরফ জমে যাওয়ায় যাতায়াত ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে উঁচু এলাকাগুলোতে ২০ থেকে ৩০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে।
পরিবহন ব্যবস্থায় এই তুষারপাত বড় ধরনের বিপর্যয় ডেকে এনেছে। নেটওয়ার্ক রেল স্কটল্যান্ড জানিয়েছে যে ভারী তুষারপাতের কারণে অ্যাবারডিন থেকে ডান্ডি এবং ইনভারনেস পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছে। লিভারপুল জন লেনন বিমানবন্দর এবং বেলফাস্টের বিমানবন্দরগুলোতেও রানওয়ে বরফে ঢাকা পড়ায় অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।
উত্তর আয়ারল্যান্ডে প্রায় ১৮৬টি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং হাজার হাজার শিক্ষার্থী বাড়িতে আটকে পড়েছে। পুলিশ চালকদের সতর্ক করে বলেছে যেন তারা রাস্তায় চলাচলের সময় গাড়ির গতি কমিয়ে রাখে এবং সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখে। আয়ারল্যান্ডেও আইস ও স্নো অ্যালার্ট জারি করা হয়েছে কারণ সেখানকার রাস্তাগুলো অত্যন্ত পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্কটল্যান্ডের পরিবহন মন্ত্রী ফিওনা হিসলপ জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন যারা কাজে বের হচ্ছেন তারা যেন অবশ্যই গাড়িতে উইন্টার কিট সাথে রাখেন। আগামী শুক্রবার পর্যন্ত এই তীব্র শীত অব্যাহত থাকতে পারে বলে স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে উদ্ধারকর্মীরা রাস্তা থেকে বরফ পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন।
বিজ্ঞাপন