বিজ্ঞাপন
ট্রাম্পের হুমকির পর পালটা হুমকি কলম্বিয়ার প্রেসিডেন্টের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হুমকির জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
তিনি ঘোষণা করেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে তিনি নিজের শপথ ভঙ্গ করে আবারও অস্ত্র হাতে তুলে নিতে দ্বিধা করবেন না। সোমবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই মন্তব্য করেন।
সাবেক বামপন্থি সশস্ত্র যোদ্ধা পেত্রো বলেন, আমি শপথ করেছিলাম যে, আর কখনো অস্ত্র স্পর্শ করব না। কিন্তু যদি আমার মাতৃভূমি আক্রান্ত হয়, তবে আমি আবারও অস্ত্র তুলে নেব।
ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর সাম্প্রতিক অভিযানের কথা উল্লেখ করে তিনি সতর্ক করেন যে কলম্বিয়ার ওপর এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে, তার যথাযথ জবাব দেওয়া হবে।
গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছিলেন। ট্রাম্প পেত্রোকে একজন ‘দুর্বল ও অসুস্থ মানুষ’ হিসেবে অভিহিত করে অভিযোগ করেন যে, তিনি যুক্তরাষ্ট্রে কোকেন পাচারে সহায়তা করছেন। এমনকি কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেছিলেন, এটি আমার কাছে ভালোই মনে হচ্ছে। ট্রাম্পের এই আক্রমণাত্মক বক্তব্যের পরপরই দুই দেশের মধ্যে চরম কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে।
পেত্রো ট্রাম্পের এই অভিযোগকে ‘ভিত্তিহীন অপবাদ’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, তার সরকার মাদক নির্মূলে আন্তরিকভাবে কাজ করছে এবং হাজার হাজার মাদক ল্যাব ধ্বংস করেছে। কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও ট্রাম্পের এই বক্তব্যকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বলে নিন্দা জানিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ভেনেজুয়েলার ঘটনার পর ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আগ্রাসী নীতি এই অঞ্চলের স্থিতিশীলতাকে বড় ধরনের সংকটের মুখে ঠেলে দিতে পারে।
বিজ্ঞাপন