বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড প্রোগ্রামে বাংলাদেশ, জানুন বিস্তারিত ...
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১১:১৯ এএম
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ফেডারেল রেজিস্টার একটি অস্থায়ী চূড়ান্ত নিয়ম (TFR) প্রকাশ করেছে যেখানে B1/B2 ভিসার জন্য আবেদনকারী কিছু বিদেশী নাগরিকের জন্য ১২ মাসের ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম চালু করার ঘোষণা দেওয়া হয়েছে। এই প্রোগ্রামটি ২০২৫ সালের ২০ আগস্ট থেকে ২০২৬ সালের ৫ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ফেডারেল রেজিস্টারের অফিশিয়াল ওয়েবসাইটে তালিকাভুক্ত বিভিন্ন দেশে এই নিয়ম কবে থেকে কার্যকর হবে সেটি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে ২০২৬ সালের ২১ জানুয়ারী থেকে।
পাইলট প্রোগ্রামটি কেবল সেইসব বিদেশী নাগরিকদের মধ্যে সীমাবদ্ধ থাকবে যারা B-1/B-2 অ-অভিবাসী ভিসার জন্য আবেদন করছেন এবং যেসব দেশের নাগরিকদের স্টেট ডিপার্টমেন্ট চিহ্নিত করেছে।
সেক্ষেত্রে ভিসার অতিরিক্ত সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্তান করার হার বেশি এবং যেখানে স্ক্রিনিং এবং যাচাই-বাছাইয়ের তথ্য ত্রুটিপূর্ণ বলে মনে করা হচ্ছে তাদের ক্ষেত্রে এই প্রোগ্রামটি কার্যকর হবে না।
এই ভিসা বন্ড পাইলট প্রোগ্রামটিতে বাংলাদেশ ছাড়াও নাইজেরিয়া এবং নেপাল সহ বেশ কয়েকটি দেশকে তালিকাভুক্ত করা হয়েছে। দেশগুলো হল- আলজেরিয়া , অ্যাঙ্গোলা , কিউবা , নেপাল , নাইজেরিয়া , সেনেগাল , টোগো , উগান্ডা , জিম্বাবুয়ে।
এছাড়া, B-1/B-2 ভিসা আবেদনকারীদের ভিসার মেয়াদের অতিরিক্ত সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান রোধ করতে ৫ হাজার মার্কিন ডলার থেকে ১০ হাজার মার্কিন ডলার অথবা ১৫ হাজার পর্যন্ত ফেরতযোগ্য বন্ড জমা দিতে হতে পারে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের B-1/B-2 ভিসা হল সাময়িক থাকার জন্য একটি সম্মিলিত ভিজিটর ভিসা, যা ব্যবসার জন্য ভ্রমণের অনুমতি দেয় (B-1- সভা বা সম্মেলন) অথবা পর্যটন /চিকিৎসা (B-2-পর্যটন, পরিবার পরিদর্শন, ছুটি)।
এ সম্পর্কিত তালিকা এবং সম্পূর্ণ হালনাগাদ অফিসিয়াল তথ্যের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের (.gov) ওয়েবসাইটটিতে বিস্তারিত তথ্য দেখা যাচ্ছে।
বিজ্ঞাপন