Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ভারতে মুহুর্মুহু ভূমিকম্প, চরম আতঙ্কে বাসিন্দারা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম

ভারতে মুহুর্মুহু ভূমিকম্প, চরম আতঙ্কে বাসিন্দারা

বিজ্ঞাপন

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের রাজকোটে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে একের পর এক ভূমিকম্প অনুভূত হওয়ায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। টানা নয়বার মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পনে ভীত হয়ে বহু মানুষ গভীর রাতে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। কিছু এলাকায় নিরাপত্তাজনিত কারণে প্রশাসনের পক্ষ থেকে ভবন খালি করার নির্দেশও দেওয়া হয়।

স্থানীয় প্রশাসন জানায়, প্রথম ভূকম্পনটি অনুভূত হয় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টা ৪৩ মিনিটে। এরপর রাতভর ও ভোর পর্যন্ত দফায় দফায় কাঁপুনি চলতে থাকে। শেষ কম্পনটি রেকর্ড করা হয় শুক্রবার সকাল ৮টা ৩৪ মিনিটে। নয়টি ভূমিকম্পের মধ্যে সবচেয়ে বেশি মাত্রা ছিল ৩ দশমিক ৮ এবং সর্বনিম্ন ২ দশমিক ৯।

ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ছিল কচ্ছ জেলার উপলেটা এলাকা থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। স্বল্প সময়ের মধ্যে এতবার ভূকম্পনের অভিজ্ঞতা আগে না থাকায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গান্ধীনগরের ইনস্টিটিউট অব সিসমোলজিক্যাল রিসার্চের বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাধারণত ৪ মাত্রার নিচের ভূমিকম্প বড় ধরনের ঝুঁকিপূর্ণ নয়। তবুও রাজকোট কোনো সক্রিয় ফল্ট লাইনের ওপর অবস্থিত না হওয়া সত্ত্বেও বারবার কাঁপুনি অনুভূত হওয়ায় বিষয়টি বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে।

ভূকম্পন বিশেষজ্ঞদের মতে, বর্ষা-পরবর্তী সময়ে মৃদু কম্পন স্বাভাবিক হলেও অল্প সময়ের ব্যবধানে নয়বার ভূমিকম্প একটি ব্যতিক্রমী ঘটনা। এ কারণে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে অনিশ্চয়তা ও ভয় কাটেনি রাজকোটবাসীর। রাতভর আতঙ্কে অনেকেই ঘুমাতে পারেননি। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার