Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ইরানে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৪:৪৬ এএম

ইরানে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

বিজ্ঞাপন

চলমান বিক্ষোভে ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা শুরু করে, তাহলে দেশটির ওপর কঠোর হামলা চালানো হবে—এমন হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, ইরান সরকার এই মুহূর্তে ‘বড় বিপদের’ মধ্যে রয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের বর্তমান পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। তার ভাষায়, বিক্ষোভকারীরা ইতিমধ্যে একাধিক শহরের নিয়ন্ত্রণ নিয়েছে, যা কয়েক সপ্তাহ আগেও কল্পনা করা যায়নি। যুক্তরাষ্ট্র পরিস্থিতি খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

ট্রাম্প বলেন, আমি খুব শক্ত বার্তা দিয়েছি। তারা যদি আগের মতো বিক্ষোভকারীদের হত্যা করা শুরু করে, আমরা এর সঙ্গে জড়িত হব। 

তবে তিনি স্পষ্ট করেন, এর অর্থ যুক্তরাষ্ট্রের সেনা ইরানে পাঠানো নয়। ট্রাম্প বলেন, এর অর্থ হলো— আমরা সেখানে অত্যন্ত কঠোর হামলা চালাব, এমন জায়গায় হামলা করব যেখানে আঘাত সবচেয়ে বেশি লাগবে। আমরা চাই না বিষয়টি সে পর্যায়ে যাক।

ইরানের চলমান বিক্ষোভকে ‘অসাধারণ’ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান সরকার নিজেদের নাগরিকদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছে। তাঁর মতে, সরকার এখন সেই আচরণের ফল ভোগ করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার