বিজ্ঞাপন
ইরানে ছড়িয়ে পড়া গণবিক্ষোভ সামাল দিতে কি পারবে খামেনি সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৪:৫২ এএম
বিজ্ঞাপন
ইরানে মুদ্রার দরপতন ও মানুষের আস্থার সংকটের কারণে ৩১টি প্রদেশেই এখন বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশটির তরুণ সমাজ বর্তমান শাসনব্যবস্থার ওপর গভীর হতাশা প্রকাশ করে রাজপথে নেমে এসেছে। বিক্ষোভে ইতিমধ্যে অন্তত ২০০ জনেরও বেশি মারা গেছেন এবং ২ হাজার ২০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি আন্দোলন দমনের চেষ্টা করলেও মানুষের ক্ষোভ দিন দিন বাড়ছে। বিদেশের চাপ ও আঞ্চলিক প্রভাব কমে আসায় ইরান সরকার এখন চরম অস্থিরতার মুখে দাঁড়িয়ে আছে।
তেহরানের গ্র্যান্ড বাজারে রিয়ালের দরপতনকে কেন্দ্র করে শুরু হওয়া এই আন্দোলন এখন পুরো দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। দেশটির মোট জনসংখ্যার অর্ধেকই এখন ৩০ বছরের কম বয়সী যারা বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি ও পোশাকবিধিতে সন্তুষ্ট নয়। ওয়াশিংটনের মিডল ইস্ট ইনস্টিটিউটের বিশ্লেষক অ্যালেক্স ভাতাঙ্কা মনে করেন এটি শুধু মুদ্রার পতন নয় বরং সরকারের ওপর মানুষের বিশ্বাসের পতন।
বিক্ষোভকারীদের অনেকে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দেওয়ার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং বলছেন তারা শুধু একটি শান্তিপূর্ণ জীবন চান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে মাশহাদ ও ইলাম প্রদেশেও মানুষ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। এমনকি উত্তর-পূর্বাঞ্চলে বিক্ষোভকারীরা জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার মতো ঘটনাও ঘটিয়েছেন যা শাসনব্যবস্থার বিরুদ্ধে বড় ধরনের বিদ্রোহের ইঙ্গিত দিচ্ছে।
ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিক্রিয়া জানিয়েছেন। ট্রাম্প বিক্ষোভকারীদের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন আর নেতানিয়াহু একে ইরানি জনগণের জন্য একটি সিদ্ধান্তমূলক মুহূর্ত বলে প্রশংসা করেছেন। আঞ্চলিকভাবে ইরান তাদের মিত্রদের ওপর ইসরায়েলি হামলা এবং সিরিয়ায় আসাদ সরকারের পতনের কারণে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে।
৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি তার দীর্ঘ শাসনকালের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হলেও শত্রুর কাছে আত্মসমর্পণ না করার অঙ্গীকার করেছেন। তবে বিশ্লেষকরা মনে করছেন এবারের পরিস্থিতি সামাল দেওয়া সরকারের জন্য বেশ কঠিন হতে পারে। তেহরান বর্তমানে একদিকে যেমন রাজপথের আন্দোলন সামাল দিচ্ছে অন্যদিকে বিদেশের প্রবল রাজনৈতিক চাপ মোকাবিলা করছে।
বিজ্ঞাপন