বিজ্ঞাপন
ট্রাম্পকে মাদুরো-স্টাইলে আটকের পরামর্শ ইরানি কর্মকর্তার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১০:৫২ এএম
বিজ্ঞাপন
ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও চিন্তাবিদ হাসান রহিমপুর আজঘাদি বলেছেন, ইরানে চলমান বিক্ষোভ নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের অবস্থানের প্রতিক্রিয়ায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আটক করা উচিত, যেভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) তিনি আরও বলেন, ‘ট্রাম্পের অবস্থান বিবেচনায় যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের ভেতরে তার সব অঙ্গরাজ্য ও শহরে যেকোনো ধরনের অভিযান, এমনকি ধ্বংসাত্মক অভিযানও বৈধ হতে পারে, ঠিক যেভাবে তারা এখানে এসব কাজ করে থাকে… মার্কিন কর্মকর্তা এবং তাদের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।’
Senior Iranian official and ideologue Hassan Rahimpour Azghadi said on Friday that Iran should capture US President Donald Trump, just like what he did to Maduro, in response to Washington's stance on the protests in Iran.
“Given Trump's stance, any kind of operation inside US… pic.twitter.com/abm99IvnhW
ইরানের সর্বোচ্চ সাংস্কৃতিক বিপ্লব পরিষদের সদস্য আজঘাদি আরও বলেন, ‘ইরানকে ট্রাম্পের সঙ্গে তাই করতে হবে, যা তারা মাদুরোর সঙ্গে করেছে। ট্রাম্পকে তার প্রেসিডেন্সির সময় কিংবা পরে হলেও মূল্য দিতে হবে, এবং ব্যক্তিগতভাবে আমি আশা করি ট্রাম্পকে আটক করা হবে।’
উল্লেখ্য, গত শুক্রবার (২ জানুয়ারি) শেষ রাতে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেফতার করে নিউইয়র্কে আনে মার্কিন সেনাবাহিনী। বর্তমানে সেখানে তাদের বন্দি করে বিচার করা হচ্ছে।
তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল
বিজ্ঞাপন
