Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

পর্তুগালের জন্মহারে অভিবাসীদের অবদান বাড়ছে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০২:৩২ এএম

পর্তুগালের জন্মহারে অভিবাসীদের অবদান বাড়ছে

বিজ্ঞাপন

ইউরোপের দেশ পর্তুগালে কম জন্মহারের প্রেক্ষাপটে জনসংখ্যা বৃদ্ধিতে অভিবাসীরা ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দেশটিতে ৮৯ হাজারেরও বেশি শিশুর জন্ম হয়েছে। এর মধ্যে প্রায় ২৮ শতাংশ নবজাতকের মা বিদেশি নাগরিক।

রোববার ১১ জানুয়ারি, প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে।

পরিসংখ্যানে দেখা গেছে, বিদেশি মায়েদের মধ্যে সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছেন ব্রাজিলীয় নারীরা। ভাষাগত মিল, সাংস্কৃতিক ঘনিষ্ঠতা এবং তুলনামূলক সহজ অভিবাসন প্রক্রিয়ার কারণে পর্তুগাল ব্রাজিলীয়দের কাছে একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ, শিক্ষা ও উন্নত জীবনযাত্রার মানও অভিবাসন বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

জনসংখ্যা বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে জন্মহার কমে আসায় পর্তুগালের জনসংখ্যা বৃদ্ধিতে স্থবিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে অভিবাসী পরিবারগুলো সেই ঘাটতি অনেকটাই পূরণ করছে এবং দেশের জনমিতিক ভারসাম্য রক্ষায় সহায়ক ভূমিকা পালন করছে।

বিশেষজ্ঞদের মতে, অভিবাসীদের অবদান শুধু জন্মহার বৃদ্ধিতেই সীমাবদ্ধ নয়। শ্রমবাজারে কর্মক্ষম জনগোষ্ঠী ধরে রাখা, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা টিকিয়ে রাখা এবং ভবিষ্যৎ অর্থনীতিকে শক্তিশালী করতেও অভিবাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তবে অভিবাসন বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও আবাসন খাতে পরিকল্পিত ও অন্তর্ভুক্তিমূলক নীতি গ্রহণের ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। সঠিক নীতিমালা ও সামাজিক অন্তর্ভুক্তির মাধ্যমে অভিবাসীদের সম্পৃক্ত করা গেলে, তা পর্তুগালের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার