Logo
Logo
×

বিজ্ঞাপন

আন্তর্জাতিক

ইরানে সরকারপন্থিদের বিক্ষোভ, ‘ইসরাইল-যুক্তরাষ্ট্রের মৃত্যু হোক’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১০:২০ পিএম

ইরানে সরকারপন্থিদের  বিক্ষোভ, ‘ইসরাইল-যুক্তরাষ্ট্রের মৃত্যু হোক’

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে রাজধানী তেহরানে বিপুলসংখ্যক বিক্ষোভকারীর জমায়েত দেখা যায়। সেখানে বিক্ষোভকারীরা ‘যুক্তরাষ্ট্রের মৃত্যু হোক’, ‘ইসরাইলের মৃত্যু হোক’ এবং ‘আল্লাহর শত্রুদের মৃত্যু হোক’-সহ নানা স্লোগান দেন।

সরাসরি সম্প্রচারে, সেমনান প্রদেশের শাহরুদ শহরে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জানাজা ও শোকানুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণও দেখা যায়। 

একই সঙ্গে কেরমান, জাহেদান ও বিরজান্দসহ বিভিন্ন শহরে ‘সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনার নিন্দা’ জানিয়ে সরকারপন্থি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমগুলো এসব সমাবেশকে ‘আমেরিকান-জায়নিস্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরানি জনগণের অভ্যুত্থান’ হিসেবে বর্ণনা করেছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে দেশে ‘সন্ত্রাসী যুদ্ধ’ উসকে দেয়ার অভিযোগ করেন। তিনি বলেন, ‘শত্রুরা তাদের পদক্ষেপে ভুল হিসাব করেছে’। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার