বিজ্ঞাপন
পাকিস্তান সীমান্তে বোমা বিস্ফোরণে নিহত ৬ পুলিশ সদস্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম
বিজ্ঞাপন
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় আফগান সীমান্তের কাছে ভয়াবহ দুটি বোমা হামলায় ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) ঘটা এই পৃথক বিস্ফোরণে আহত হয়েছেন আরও তিন পুলিশ সদস্য। খবর আনাদোলু এজেন্সির।
কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, ট্যাঙ্ক জেলার গোমাল বাজার সড়কে একটি পুলিশের সাঁজোয়া যান লক্ষ্য করে রিমোট কন্ট্রোল বোমা বিস্ফোরণ ঘটানো হলে ঘটনাস্থলেই ছয়জন প্রাণ হারান।
একই দিনে লাকি মারওয়াত জেলায় পুলিশের একটি ভ্যান লক্ষ্য করে করা অপর একটি হামলায় তিনজন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিহত পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। হামলার পরপরই প্রদেশের পেশোয়ার, বান্নু এবং খাইবার জেলায় অভিযান চালিয়েছে সন্ত্রাসবাদবিরোধী বিভাগ (সিটিডি)।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে অস্থিরতা চরমে পৌঁছেছে। গত বছরের অক্টোবর থেকেই সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে। পাকিস্তানের দাবি, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) আফগানিস্তানে আশ্রয় নিয়ে সীমান্ত পেরিয়ে এ ধরনের হামলা চালাচ্ছে।
পাকিস্তান আরও অভিযোগ করে আসছে যে এই বিদ্রোহী সংগঠনটিকে প্রতিবেশী ভারত অর্থ ও রসদ দিয়ে সাহায্য করছে। তবে আফগান তালেবান সরকার শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
বিজ্ঞাপন