বিজ্ঞাপন
ধার করা জিনিস হারালে বা চুরি হলে ইসলামের বিধান কী?
ধর্ম ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১১:০৭ এএম
বিজ্ঞাপন
প্রশ্ন : আমি আমার চাচির কাছ থেকে একটি শাড়ি ধার করে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে অনুষ্ঠানের দিন ভুলবশত শাড়িটি ব্যাগসহ গাড়িতে ফেলে আসি। এখন কি আমি আমার চাচির সেই শাড়ির ক্ষতিপূরণ দিতে বাধ্য? শুনেছি ধার করা জিনিস হারিয়ে গেলে দিতে হয় না।
—খাদিজা আক্তার, ময়মনসিংহ
উত্তর : ইসলামের দৃষ্টিতে ধার নেওয়া জিনিস যদি ধারগ্রহীতার অবহেলার কারণে নষ্ট হয় বা হারিয়ে যায়, তাহলে তার পূর্ণ জরিমানা দিতে হবে।
যেহেতু শাড়িটি আপনার অবহেলার কারণে হারিয়েছে, তাই আপনার চাচিকে শাড়ির জরিমানা দিতে হবে। (হিন্দিয়া : ৪/২৬৮, বেহেশতি জেওর : ৫/৪১৭, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১১/৬০)
সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা
বিজ্ঞাপন