Logo
Logo
×

বিজ্ঞাপন

আইন-আদালত

নিজেদের ফোন কলের রেকর্ড শুনে হাসলেন সালমান-আনিসুল

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম

নিজেদের ফোন কলের রেকর্ড শুনে হাসলেন সালমান-আনিসুল

বিজ্ঞাপন

জুলাই গণ-অভ্যুত্থানে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার উসকানি দেওয়াসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি চলছে। 

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের এজলাসে হাজির করা হয় সালমান এফ রহমান ও আনিসুল হককে। কিছুক্ষণ পর ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়।

বিচারিক প্যানেলের অপর দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যান্যরা।

শুনানির শুরুতে চিফ প্রসিকিউটর জানান, জুলাই আন্দোলন দমনে কারফিউ জারি করে গণহত্যার অভিযোগে আজ এই দুই আসামির বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হবে। এরপর তিনি সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে একে একে পাঁচটি অভিযোগ পড়ে শোনান।

অভিযোগ পাঠের সময় দেখা যায়, সালমান এফ রহমান ও আনিসুল হক নিবিষ্টভাবে ফ্লোরের দিকে তাকিয়ে মৃদু হাসছেন।

একপর্যায়ে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে একটি অডিও রেকর্ড উপস্থাপন করেন। তিনি জানান, এই অডিওতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক প্রমাণ রয়েছে।

অডিও বাজিয়ে শোনানো হলে সেখানে শোনা যায়, আন্দোলন দমনে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার কথা’ বলছেন আনিসুল হক এবং এ বিষয়ে সালমান এফ রহমানের সঙ্গে আলোচনা করছেন। পাশাপাশি বারবার কারফিউ জারির অনুরোধের কথাও উঠে আসে ওই কথোপকথনে।

নিজেদের ফোনালাপের অডিও শুনে সালমান এফ রহমান ও আনিসুল হককে হাসতে দেখা যায়। এমনকি তারা নিজেদের মধ্যে কথাবার্তাও বলেন।

পরে চিফ প্রসিকিউটর এই দুই আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান। এ সময় তাদের হাসিমুখ মিলিয়ে যেতে দেখা যায়।

এর আগে, গত ৪ ডিসেম্বর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরবর্তীতে শুনানি শেষে অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার