Logo
Logo
×

বিজ্ঞাপন

সাহিত্য

অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম

অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি

বিজ্ঞাপন

বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ নির্ধারণসংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে বাংলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়।

সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বাংলা একাডেমির পরিচালক, প্রকাশক প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলার উদ্বোধন আগামী ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার