বিজ্ঞাপন
নতুন বছরের পরিকল্পনা জানিয়ে যে বার্তা দিলেন মাহফুজ আলম
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৪:৪৫ পিএম
বিজ্ঞাপন
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও দায়-দরদের সমাজ গড়ে তোলার কাজে মনোনিবেশ করতে চাই।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১২টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
মাহফুজ আলম লেখেন, গত বছরের সব ভুল ও তিক্ততা শুধরে এ বছরে নতুন করে সম্পর্ক ও রাজনীতি গড়ে তোলার বছর। সরকারে থাকার কারণে জুলাইয়ের ছাত্র-জনতার জন্য কিছু কাজ করা সত্ত্বেও জুলাইয়ের পর ছাত্র-জনতার সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ হয়নি।
গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। নির্বাচনী নানা হিসাব-নিকাশ মিলিয়ে তারা বিএনপি বা গণঅধিকার পরিষদে যুক্ত হবেন, এমন আলোচনাও ছিল। তবে শেষমেশ আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিলেও মাহফুজ আলম এখনও কোনো দলে যোগ দেননি।
বিজ্ঞাপন