বিজ্ঞাপন
শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর হলে জানাজায় বিশ্বরেকর্ড হবে
এমন মন্তব্য করেননি সজিব ওয়াজেদ জয়
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০১:৫৪ পিএম
বিজ্ঞাপন
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, আদালত কর্তৃক দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন- ‘আমার আম্মার ফাঁ’সি কার্যকর হলে তার জানাজায় বিশ্ব রেকর্ড হবে’।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার জড়িয়ে সজীব ওয়াজেদ জয় এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও এরূপ দাবির সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবির ফটোকার্ডে থাকা ‘C16 Archive’ শীর্ষক লেখার সূত্র ধরে অনুসন্ধানে ‘C16 Archive’ নামের একটি ফেসবুক পেজে ৩০ ডিসেম্বর প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটির সন্ধান মেলে। তবে পোস্টে এ বিষয়ে কোনো সূত্র বা প্রমাণ উল্লেখ পাওয়া যায়নি৷ ‘C16 Archive’ পেজটির অ্যাবাউট সেকশন পর্যবেক্ষণ করে এটি স্যাটেয়ার/প্যারোডি পেজ বলে জানা যায়। পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক/ভিত্তিহীন ভুয়া পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক/ভিত্তিহীন ভুয়া কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ০৫ আগস্ট ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার গত ১৭ নভেম্বর রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সুতরাং, সজীব ওয়াজেদ জয় ‘আমার আম্মার ফাঁ’সি কার্যকর হলে তার জানাজায় বিশ্ব রেকর্ড হবে’ বলে মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
বিজ্ঞাপন