Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

আরও ২৫ প্রার্থীর মনোনয়ন বাতিল, জানুন কারা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৬:১০ পিএম

আরও ২৫ প্রার্থীর মনোনয়ন বাতিল, জানুন কারা

বিজ্ঞাপন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। এতে আরও ২৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসন জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বরিশাল সদর-৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী এ কে এম মাহবুব আলম এবং একই আসনের এক স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ভোটার তালিকা ও প্রস্তাবক-সমর্থকদের তথ্য সঠিক না থাকায় তার মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়।

রংপুর-৩ আসনে বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মার্কসবাদীর আনোয়ার হোসেন বাবলু এবং খেলাফত মজলিসের তৌহিদুর রহমান রাজুর মনোনয়ন বাতিল করা হয়। 

গাইবান্ধা-১ আসনের পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। তারা হলেন জামায়াত প্রার্থী মাজেদুর রহমান মাজেদ, স্বতন্ত্র প্রার্থী ছালমা আকতার, মো. মোস্তফা মহসীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রমজান আলী, জাতীয় পাটির মাহফুজুল হক সরদার।

গাইবান্ধা-২ আসনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন ইসলামি আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আব্দুল মাজেদ, বাংলাদেশ কমিউনিস্ট পাটি মিহির কুমার ঘোষ, খেলাফত মজলিশের প্রার্থী এ কেএম গোলাম আযম।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আকতার, স্বতন্ত্র প্রার্থী আহমদ কবির এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী এইচ এম আশরাফ বিন ইয়াকুবের মনোনয়ন বাতিল করা হয়েছে। 

খুলনা-৫ আসনে বাতিল হওয়া প্রার্থীরা হলেন জাতীয় পার্টির প্রার্থী শামীম আরা পারভীন (ইয়াসিন) এবং খুলনা-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস।

মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্যসচিব মো. মহিউদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শ ম কামাল, লেবার পার্টি আনিস মোল্লা ও খেলাফত মজলিসের নূর হোসেন নূরানীর মনোনয়ন বাতিল করা হয়।

সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি আর প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি।

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার