Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

‘গোপনে’ আ.লীগের সেই খান হলেন স্বতন্ত্র প্রার্থী, মনোনয়নও বৈধ ঘোষণা

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম

‘গোপনে’ আ.লীগের সেই খান হলেন স্বতন্ত্র প্রার্থী, মনোনয়নও বৈধ ঘোষণা

বিজ্ঞাপন

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য প্রফেসর এ আর খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী হয়েছেন।

জানা গেছে, তিনি অনেকটা গোপনীয়ভাবে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেছেন ময়মনসিংহ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। এর আগেও তিনি দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। 

এ আর খান নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের আচারগাঁও গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন। ২০০৪ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। পরবর্তীতে ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী পর্যটন লীগ’ নামে একটি সংগঠন গঠন করে সেটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। কিন্তু দল থেকে সে সময় মনোনয়ন পান সাবেক এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন। 

এদিকে ২০১৬ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়ে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। দ্বাদশ জাতীয় নির্বাচনেও সুবিধা করতে পারেননি। 

সবার আগে বাংলাদেশ স্লোগানে ফেডারেল ডেমোক্রেটিক পার্টি (এফডি) নামক একটি রাজনৈতিক দল গঠন করে এ আর খান নিজেই। বর্তমানে তিনি এফডি পার্টির প্রেসিডেন্টের  দায়িত্বে আছেন। তবে এখন পর্যন্ত রাজনৈতিক দলটি নিবন্ধন পায়নি।  

আরও পড়ুন
বাংলাদেশ আওয়ামী পর্যটন লীগের নান্দাইল উপজেলা শাখার সাবেক সভাপতি আসাদুজ্জামান নূর মোবাইল ফোনে বলেন, ‘আর খান এই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। তিনি ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে ২০১৮ সাল থেকে উনার সঙ্গে এখন আর আমি নাই।’ 

এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী এ আর খান বলেন, 'আওয়ামী লীগের রাজনীতি করেছি এবং মনোনয়ন ও চেয়েছি। পরবর্তীতে নিজে একটি দল গঠন করলেও নিবন্ধন হয়নি। তাই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। তবে আওয়ামী লীগ করার কারণে যদি প্রার্থিতা বাতিল করে দেয়, তাহলে তো কিছু করার থাকবে না।' 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার