Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে অ্যাপে, ডাউনলোড করবেন যেভাবে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১১:২৯ পিএম

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে অ্যাপে, ডাউনলোড করবেন যেভাবে

বিজ্ঞাপন

মেট্রোর র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড ব্যবহার আরও সহজ করতে অ্যাপ এনেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড র‍্যাপিড পাস অ্যাপের মাধ্যমে সহজে রিচার্জ করতে পারবেন।

শনিবার (৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক পর্যায়ে নতুন অ্যাপ হওয়ায় কিছু ফিচারে সাময়িক সমস্যা দেখা দিতে পারে। তবে আমাদের অভিজ্ঞ টেকনিক্যাল টিম সার্বক্ষণিকভাবে উন্নয়ন ও সমস্যা সমাধানে কাজ করছে, যাতে আপনাদের অভিজ্ঞতা আরও নিরবচ্ছিন্ন হয়।

অ্যাপটি ব্যবহারের নিয়ম

র‍্যাপিড পাস অ্যাপ ব্যবহার করতে হলে যেসব গ্রাহক ইতিমধ্যে rapidpass.com.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছেন, তারা একই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপে লগইন করতে পারবেন। লগইনের পর ব্যবহারকারী ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত অ্যামাউন্ট সেট করে রিচার্জের জন্য প্রসেস দিতে পারবেন। এ সময় ব্যাংকের কার্ডের পাশাপাশি বিকাশ ও নগদের মাধ্যমেও সহজে রিচার্জ করা যাবে।

ডাউনলোড করবেন যেভাবে

এনড্রয়েড মোবাইলে এপস স্টোরে গিয়ে র‍্যাপিড পাস লিখে সার্চ দিয়ে এপসটি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও https://play.google.com/store/apps/details লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার