Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

এনসিপি নেতার সন্ধান মিলছে না, পারুলের পোস্ট

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম

এনসিপি নেতার সন্ধান মিলছে না, পারুলের পোস্ট

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাভার উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী তৈয়বুর রহমানকে ডিবি পরিচয়ে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মুখ্য যুগ্ম সমন্বয়ক দিলশানা পারুল।

তিনি জানান, শনিবার রাত থেকে তৈয়বুর রহমানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

শনিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান দিলশানা পারুল। তিনি আসন্ন নির্বাচনে ঢাকা-১৯ আসনে এনসিপির প্রার্থীও।

পোস্টে পারুল উল্লেখ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভার অঞ্চলের সম্মুখসারির সংগঠক ছিলেন তৈয়বুর রহমান এবং বর্তমানে তিনি এনসিপির স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতা।

এছাড়া ঢাকা-১৯ আসনে তার মনোনয়নপত্র দাখিলের সময় প্রস্তাবনাকারী হিসেবেও দায়িত্ব পালন করেন তৈয়বুর।

পারুলের ভাষ্য অনুযায়ী, শনিবার দুপুরে মনোনয়ন যাচাই-বাছাই চলাকালে তৈয়বুর রহমান তার সঙ্গেই ছিলেন। মনোনয়ন বৈধ ঘোষণার পর তিনি উত্তরা এলাকায় যান। এরপর সেখান থেকেই ডিবি পুলিশের পরিচয়ে তাকে আটক করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

তিনি আরও দাবি করেন, উত্তরা এলাকার কোনো থানায় যোগাযোগ করেও তৈয়বুর রহমানের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

দ্রুত তাকে কোথায় রাখা হয়েছে তা জানাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, এভাবে কাউকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে এখন পর্যন্ত গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার